Advertisement

মনোরঞ্জন

Lata Mangeshkar : প্রধানমন্ত্রী থেকে সচিন, লতাজির শেষকৃত্যে হাজির ছিলেন যে বিশিষ্টরা

Aajtak Bangla
  • মুম্বই,
  • 06 Feb 2022,
  • Updated 8:59 PM IST
  • 1/10

শ্রোতা ও ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মহান শিল্পীর প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য হয় শিল্পীর। মুখাগ্নি করেন শিল্পীর ভাই হৃদয়নাখ মঙ্গেশকর। 

  • 2/10

রবিবার শিল্পীর শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

  • 3/10

এছাড়া সাধারণ মানুষের পাশাপাশি শেষ শ্রদ্ধা জানান বলিউড সেলেবরাও। দেখা গেল লতা মঙ্গেশকের বোন তথা বলিউডের অপর এক বিখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলেকে। 

  • 4/10

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও বাদশা শাহরুখ খানও (Shah Rukh Khan) অন্তিম শ্রদ্ধা জানান তাঁকে।

  • 5/10

 লতা মঙ্গেশকের আত্মার শান্তি কামনায় প্রার্থনাও করতে দেখা গেল শাহরুখতে।

আরও পড়ুনলতাজির পুরনো ছবি Viral, 'প্রিয় মেয়েকে নিয়ে গেলেন মা সরস্বতী

  • 6/10

এছাড়া শেষ শ্রদ্ধা জানান, অভিনেতা রণবীর কাপুর, সঙ্গীত শিল্পী তথা সুরকার শঙ্কর মহাদেবন।

  • 7/10

দেখা গেল আরও এক সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়ালকেও। শেষ শ্রদ্ধা জানালেন গীতিকার জাভেদ আখতার। 

  • 8/10

আর শুধু শিল্প জগতেকর মানুষজনই নন, ছিলেন ক্রীড়া দুনিয়ার দিকপালরাও। মাস্টার ব্লাস্টার সচিন তে্ডুলকরও (Sachin Tendulkar) এদিন শেষ শ্রদ্ধা জানান মহান শিল্পীকে।

  • 9/10

সপরিবারে উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ার। 

  • 10/10

তবে লতা মঙ্গেশকর চলে গেলেও শ্রোতাদের মনে চিরদিনই থেকে যাবে তাঁর সুরেলা কণ্ঠ, 'কারণ শিল্পী নিজেই যে বলে গিয়েছেন, মেরি আওয়াজহি পেহচান হ্যায়'। 
 

Advertisement
Advertisement