Advertisement

মনোরঞ্জন

Suchitra Sen : দাদা সাহেব ফালকে প্রত্যাখ্যান করেছিলেন সুচিত্রা, কেন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2022,
  • Updated 12:17 PM IST
  • 1/7

বাংলা ছবির ইতিহাস যাঁকে ছাড়া লেখা যাবে না। সেরা জুটির আলোচনা যতবারই সিনেমা চর্চার আসরে ঝড় তুলবে, ততবারই আসবে তাঁর কথা। আবার স্বেচ্ছায় অন্তরালে যাওয়ার প্রসঙ্গও যতবার উঠবে, ততবারই উঠে আসবে তাঁর নাম। তিনি মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)। মহানায়ক উত্তমকুমারের সঙ্গে যাঁর জুটি বাংলা চলচ্চিত্র প্রেমীদের মনে চিরসবুজ, চিরনতুন।

  • 2/7

১৯৩১ সালে আজকের দিনে অর্থাৎ ৬ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের পাবনায় জন্ম সুচিত্রা সেনের। তখন অবশ্য নাম ছিল রমা দাশগুপ্ত। ১৯৫২ সালে 'শেষ কোথায়' ছবির মধ্যে দিয়ে সিনেমা যাত্রা শুরু হয় সুচিত্রা সেনের। যদিও সেই ছবিটি মুক্তি পায়নি।

  • 3/7

পরবর্তী সময়ে দীর্ঘ অভিনয় জীবনে 'সাত পাকে বাঁধা', 'সাড়ে চুয়াত্তর', 'মরণের পরে', 'অগ্নিপরীক্ষা', 'দেবদাস', 'সাগরিকা', 'হারানো সুর', 'পথে হল দেরি', 'দ্বীপ জেলে যাই', 'সপ্তপদী'-সহ বহু ছবিতে অভিনয় করেছেন মহানায়িকা, যার প্রায় বেশিরভাগই হিট। 

  • 4/7

এমনকি 'দেবদাস', 'আঁধি', 'বোম্বাই কা বাবু'-সহ বেশকিছু হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। 

আরও পড়ুনদুর্বল হয়ে পড়ছেন? রইল বিশ্বের সেরা ১০ স্বাস্থ্যকর খাবারের সন্ধান

  • 5/7

যদিও দীর্ঘ ২৫ বছর চলচ্চিত্র জগতে কাটানোর পর ১৯৭৮ সালে হঠাৎই অবসর নেন মহিনায়িকা (Mahanayika Suchitra Sen)। নিজেকে সরিয়ে নেন লোকচক্ষুর সামনে থেকে, ব্রতী হন রামকৃষ্ণ মিসনের সেবায়।

  • 6/7

অভিনয় মহিনায়িকার ঝুলিতে এনে দিয়েছে বহু পুরস্কার। সাত পাকে বাঁধা ছবির জন্য ৩য় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। নিজের প্রথম হিন্দি ছবি দেবদাসের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও জেতেন সুচিত্রা সেন। পেয়েছেন পদ্মশ্রী ও বঙ্গবিভূষণের মতো পুরস্কারও। 

  • 7/7

এছাড়া ২০০৫ সালে দাদাসাহেব ফালকে (Dada Saheb Phalke Award) পুরস্কারের জন্যও মনোনীত হন মহানায়িকা। তবে সেই সম্মান প্রত্যাখ্যান করেন তিনি। কারণ সেই সম্মান নিতে হলে দিল্লিতে যেতে হত। আর সেই দিল্লি যেতেই রাজি ছিলেন না মহানায়িকা। 

 

Advertisement
Advertisement