Advertisement

Singer KK Dies : বিয়ের জন্য সেলসম্যানের চাকরি করেছিলেন কেকে, জানুন সেই গল্প

ব্যক্তিগত জীবনে নিজের ছোটবেলার ভালবাসা জ্যোতি কৃষ্ণাকে বিয়ে করেন কে কে (KK)। আর সেই কারণে তাঁকে চাকরিও করতে হয়। সেই সময় সেলসম্যানের চাকরি নেন তিনি। যদিও ৬ মাস কাটতে না কাটতেই হতাশ হয়ে পড়েন কে কে। 

কেকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2022,
  • अपडेटेड 7:30 AM IST
  • কেকে-র আকস্মিক প্রয়াণ
  • বিয়ে করেছিলেন জ্যোতি কৃষ্ণাকে
  • ৬ মাস করেছিলেন চাকরি

বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী কে কে-র আকস্মিক প্রয়াণ। কলকাতায় জীবনের শেষ অনুষ্ঠান করলেন কে কে (Krishnakumar Kunnath)। তারপরেই হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারে। বুধবার সকালে তাঁর পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছবেন বলে জানা যাচ্ছে।

বিয়ের জন্য করতে হয়েছিল চাকরি
এদিকে কে কে-র এই আকস্মিক চলে যাওয়ার পর তাঁকে ঘিরে বিভিন্ন কাহিনীও শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে নিজের ছোটবেলার ভালবাসা জ্যোতি কৃষ্ণাকে বিয়ে করেন কে কে (KK)। আর সেই কারণে তাঁকে চাকরিও করতে হয়। সেই সময় সেলসম্যানের চাকরি নেন তিনি। যদিও ৬ মাস কাটতে না কাটতেই হতাশ হয়ে পড়েন কে কে। 

এরপর স্ত্রী ও বাবার সমর্থনে সেই চাকরি ছেড়ে পুরোপুরি সঙ্গীতে মন দেন কে কে। কিনে ফেলেন কী-বোর্ড। এরপর বন্ধু শিবানী কাশ্যপ এবং সাইবল বসুর সঙ্গে মিলে জিঙ্গেল তৈরির কাজ শুরু করেন। তাতে অল্পবিস্তর রোজগারও হচ্ছিল। কিন্তু তাতে খুশি ছিলেন না কে কে। ততদিনে মনে মনে স্থির করে ফেলেছেন নিজের লক্ষ্য। আর সেই মতোই দিল্লি ছেড়ে পাড়ি দেন মুম্বই। তারপরেরটা অবশ্য ইতিহাস। 

'হাম দিল দে চুকে সনম' ছবিতে 'তরপ তরপ' গানটি গেয়ে খ্যাতির শীর্ষে ওঠেন কে কে। সেই গান তাঁকে এনে দেয় ফিল্ম ফেয়ার পুরস্কার। তারপর থেকে একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন কে কে। পেয়েছেন বহু পুরস্কারও। কিন্তু জাদুকণ্ঠ থেমে গেলে মঙ্গলবার শহর কলকাতার বুকে। সত্যিই কে কে প্রয়াণ আরও একবার বুঝিয়ে দিল 'জিন্দেগি দো পল কি'!

আরও পড়ুনসানগ্লাস পরে ট্র্যাক্টর চালিয়ে সোজা বিয়ের মণ্ডপে কনে, VIDEO VIRAL


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement