Advertisement

Film Wrap: করোনায় আক্রান্ত সোনু, দেবের নতুন ছবি 'খেলাঘর'

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? লকডাউন পরবর্তী সময়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা কে কী করছেন রাজনীতির ময়দানে পা রেখে। সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

দেব, সোনু সুদ (ছবি: ফেসবুক)দেব, সোনু সুদ (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2021,
  • अपडेटेड 8:03 PM IST
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।

এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও পাওলি দামের (Paoli Dam) সঙ্গে জুটিতে কাজ করবেন দেব (Dev)। ছবির নাম 'খেলাঘর' (Khelaghor), যার গল্প বাঁধছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় । সবিস্তারে পড়ুন... 

আরও পড়ুন

করোনায় আক্রান্ত অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। রিপোর্ট পজিটিভ আসা মাত্র নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন অভিনেতা। এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন তিনি। নিজেই সোশ্যাল পোস্টে একথা জানিয়েছেন সোনু। সেই সঙ্গে সকলের পাশে দাঁড়ানোর বার্তা অভিনেতার। সবিস্তারে পড়ুন... 

বলিউড ইন্ডাস্ট্রিতে বহু ক্ষেত্রে দেখা গেছে যে কোনও তারকা রাতারাতি বিখ্যাত হয়েছেন। আবার অনেককে বড় বাজেটের ছবি থেকে বাদ দিয়ে তাঁর বদলে অন্য কাউকে নেওয়া হয়েছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। পরিচালকের সঙ্গে সমস্যা, ক্রিয়েটিভ মতের সঙ্গে অমিল হওয়া, অভিনেতাদের স্ক্রিপ্ট অপছন্দ হওয়া কিংবা কখনও সেলিব্রিটিদের তারিখ না পাওয়া ইত্যাদি। আসুন এমন কিছু তারকাদের সম্পর্কে জানা যাক যাদের হঠাৎ বড় বাজেটের ছবি থেকে বের করা হয়েছে। সবিস্তারে পড়ুন... 

করোনায় চলে গেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা ও মিষ্টি মেয়ে নামে পরিচিত কবরীর মৃত্যুতে গভীর ছায়া প্রতিবেশী দেশটিতে। সবিস্তারে পড়ুন... 

 

মার্চের শেষের দিকে বঙ্গ রাজনীতির আঙিনা 'নিজেদের মতে নিজেদের গান' (Nijeder Mawte Nijeder Gaan)-কে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল। এবার নির্বাচনী আবহে এক কবিতা সামনে আনলেন বিজেপি-র স্টার ক্যান্ডিডেট সহ সমর্থকেরা। কবিতায় তাঁদের দাবী 'এই বাংলায় বহিরাগত তাঁরা' (Ei Banglay Bohiragoto Tara)! সবিস্তারে পড়ুন... 

Advertisement

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) বেড়িয়েছেন বাজার করতে।  আন্ধেরি ওয়েস্টের লোখান্ডওয়ালা মার্কেটে রাখী সাওয়ান্তকে ক্যামেরাবন্দী করেছেন যোগেন শাহ। প্রথমে মাস্ক পরে থাকলেও ক্যামেরা দেখে তা খুলে ফেললেন 'বিগ বস ১৪-র এই ফাইনালিস্ট।  সবিস্তারে পড়ুন... 

Read more!
Advertisement
Advertisement