Advertisement

Film Wrap: গ্রেপ্তার করণ মেহরা, রাহুল-প্রিয়াঙ্কার 'রিইউনিয়ন'?

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? লকডাউন পরবর্তী সময়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা কে কী করছেন তারকারা কে কী করছেন রাজনীতির ময়দানে পা রেখে। সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

করণ মেহরা, রাহুল বন্দোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার (ছবি: ফেসবুক)করণ মেহরা, রাহুল বন্দোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2021,
  • अपडेटेड 6:35 PM IST
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।

অশান্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়েছেন এবং প্রতি নিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু টলিপাড়ার তারকারা। এবার বাংলার শিল্পীরা (Bengali Artists) গান শুনিয়ে তহবিল গড়ে ত্রাণ (Fund Raising Event) পৌঁছে দেবেন দুর্গতদের কাছে।

আরও পড়ুন


গ্রেপ্তার হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা করণ মেহরা (Karan Mehra)। সোমবার রাতে তাঁর স্ত্রী, অভিনেত্রী নিশা রাওয়াল Nisha Rawal) তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে পুলিশ গ্রেপ্তার করে। 

বাংলাদেশি চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে অন্যতম অবন্তি বিশ্বাস। যিনি অপু বিশ্বাস নামেই ফ্যানেদের কাছে পরিচিত। ২০০৪ সালে‘কাল সকালে’ ছবির মাধ্যমে রুপলি পর্দায় যাত্রা শুরু। তবে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। ছবিটি বাণিজ্যিক ভাবে সফল হওয়ার পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় দেড় দশক শতাধিক সিনেমায় অভিনয় করা অপু আজ ঢালিউডের বিউটি কুইন হিসাবেই সবচেয়ে জনপ্রিয়। টলিউডেও অভিনয় করছেন তিনি। দুই বাংলায় অভিনেত্রী সম্প্রতি মুখোমুখি হন আজতক বাংলার। 

বিশিষ্ট পারকাশনিস্ট (Percussionist ) পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় (Pandit Pradyut Mukherjee) এক অভিনব চমক দিলেন সকলকে। তিনি নিয়ে এলেন তাঁর 'গ্রিন তবলা' (Green Tabla)।


টেলিভিশন অভিনেতা করণ মেহরাকে (Karan Mehra) গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্ত্রী- অভিনেত্রী নিশা রাওয়াল (Nisha Rawal) তাঁর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন। আজতক-র সঙ্গে একান্ত আলাপচারিতায় করণ শেয়ার করেছেন আসল ঘটনা। 

Advertisement

অভিনেতা রাহুল ব্যানার্জি ও তাঁর প্রাক্তন স্ত্রী- অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নেট দুনিয়ায় শুরু হয়েছে নয়া আলোচনা। কিন্তু হঠাৎ কী এমন হল যে তাঁরা ফের চর্চায়?

টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন শব্দবন্ধ 'শ্যুট ফ্রম হোম' (Shoot From Home)। আর এর জেরেই ফের ফেডারেশন (Federation) ও আর্টিস্ট ফোরামের (Artist Forum) কাজিয়া সামনে এল। 

 

Read more!
Advertisement
Advertisement