Advertisement

Film Wrap: কঙ্গনার বিস্ফোরক মন্তব্য! নির্বাচনী ফলে বাদশার প্রতিক্রিয়া

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? নয়া নিয়মে এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা কে কী করছেন নির্বাচন পরবর্তী সময়ে? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

কঙ্গনা রানাওয়াত ও বাদশা মৈত্র (ছবি: ফেসবুক)কঙ্গনা রানাওয়াত ও বাদশা মৈত্র (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2021,
  • अपडेटेड 8:24 PM IST
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।


বরাবরই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বলিউডের মাদক চক্র, স্বজনপোষণ এবং সম্প্রতি কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলে জল্পনায় রয়েছেন তিনি। পশ্চিমবাংলার নির্বাচনী রেজাল্টের দিন ফের ট্যুইট করে মোদী (Narendra Modi)-র সুর গাইতে দেখা গেছে বলিউড ক্যুইনকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দৈত্য' বলে তোপ দাগলেন নায়িকা। সবিস্তারে পড়ুন ... 

আরও পড়ুন


বলিউডেও করোনার থাবা যেন দাপিয়ে বেড়াচ্ছে। একের পর এক মিলছে আক্রান্ত হওয়ার খবর। এবার কোভিডে আক্রান্ত (Covid Positive) অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এই মুহূর্তে আইশোলেসনে রয়েছেন তিনি। সবিস্তারে পড়ুন... 

ফের সংবাদের শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বলিউডের মাদক চক্র, স্বজনপোষণ এবং সম্প্রতি কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলে জল্পনায় রয়েছেন তিনি। পশ্চিমবাংলার নির্বাচনী রেজাল্টের দিন ফের ট্যুইট করে মোদী (Narendra Modi)-র সুর গাইতে দেখা গেছে বলিউড ক্যুইনকে। নির্বাচনী ফলাফলের পর একের পর এক পোস্টে তৃণমূল-কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেন নায়িকা। এরপরই সাসপেন্ড করা হল তার ট্যুইটার হ্যান্ডেল।  সবিস্তারে পড়ুন ... 

 

রবিবার সামনে এসেছে দীর্ঘ কয়েক মাসের নির্বাচনী লড়াইয়ের রিপোর্ট কার্ড। মার্কসিটে মেলেনি ভাল ফল! মন ভারাক্রান্ত, তবু হাল ছাড়েননি তাঁরা। আজতক বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানানেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee), অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), বাদশা মৈত্র (Badshah Maitra) ও শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।   সবিস্তারে পড়ুন ... 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement