শুরু হয়ে গেছে উৎসবের মরসুম (Festive Season)। দোরগোড়ায় বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja)। আর পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা এবং সেই সঙ্গে গান। পুজোর গানের দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে বহু বাঙালি। সেই সমস্ত শ্রোতাদের জন্য দারুণ উপহার দিতে চলেছেন সঙ্গীতশিল্পী নাকাশ আজিজ (Nakash Aziz)। আসছে পুজোর নতুন গান 'এলো রে এলো পুজো' (Elo Re Elo Pujo)। মিউজিক ভিডিওতে জুটিতে দেখা যাবে টেলিপাড়ার দুই পরিচিত মুখকে।
বলিউডের জনপ্রিয় শিল্পী নাকাশ আজিজ এবার গাইলেন পুজোর বাংলা গান। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী সেঁজুতি দাস। মিউজিক ভিডিওতে জুটিতে দেখা যাবে 'মিঠাই' -র ওমি আগরওয়াল অর্থাৎ অভিনেতা জন ভট্টাচার্য (John Bhattacharya) এবং 'মন ফাগুন'-র পিহু অর্থাৎ সৃজলা গুহকে (Srijla Guha)। এসভিএফ মিউজিকের (SVF Music) ব্যানারে ২৫ সেপ্টেম্বর, মহালয়ার (Mahalaya 2022) দিন মুক্তি পাবে পুজোর এই নতুন গান (New Song)।
'এলো রে এলো পুজো' একেবারে জমজমাট নাচের গান। নির্মাতারা মনে করছেন, এটিই হবে এবারের পুজোর অ্যান্থেম গান (Pujo Anthem Song)। পাড়ার পুজোর (Parar Pujo) ধারণা ফুটে উঠবে মিউজিক সিঙ্গেলটিতে। রঙিন এবং প্রাণবন্ত সেটে দারুণ নাচের তালে কোমর দোলাতে দেখা যাবে জন- সৃজলাকে। মিউজিক ভিডিওতে ফুটে উঠবে জুটির দারুণ রসায়ন।
আগেও এসভিএফ মিউজিকের সঙ্গে যৌথভাবে বেশ কিছু কাজ করেছেন নাকাশ আজিজ। পুজোর নতুন এই গানটির জন্য দারুণ উচ্ছ্বসিত তিনি। শিল্পী বললেন, "এসভিএফ মিউজিকের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের এবং গানটি নিয়ে বেশ উৎসাহিত ছিলাম আমি। প্রথম থেকেই 'এলো রে এলো পুজো' গানটা গাইতে চেয়েছিলেম। আমি নিশ্চিত যে, এই পুজোয় এই গানটি দারুণ সাড়া ফেলবে।”
জন ভট্টাচার্যর জানালেন, "আমি যখন কনসেপ্টটা শুনেছিলাম, তখনই ভেবে নিয়েছিলাম এই কাজটা করব। নাকাশ গানটা দারুণ গেয়েছেন। 'এলো রে এলো পুজো' গানটি উৎসবের মরসুমের জন্য তৈরি একটি নাচের গান। আমি আশা করি শ্রোতা - দর্শকদের ভাল লাগবে এবং গানটিকে এবারের দুর্গা পুজোর অন্যতম ট্রেন্ডিং গানে পরিণত করবেন তারা।"