Top Entertainment News, Today 6th August: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হবে 'খড়কুটো'। এই খবর শুনে বেজায় মন খারাপ হয়েছিল বহু দর্শকদের। তবে তারা ইতিমধ্যে পেয়েছে সুখবর। নতুন ভাবে আসছেন তাদের সকলের প্রিয় 'গুনগুন'।
'বিগ বস ১৬' -র প্রতিযোগীদের নাম সামনে এসেছে। এই তালিকায় উঠে আসছে উরফি জাভেদের নামও। শোনা যাচ্ছে ফ্যাশন আইকন হয়ে ওঠা উরফি, সলমনের শো-তে প্রবেশ করতে চলেছেন।
'পঞ্চায়েত'-এর প্রথম সিজন ছিল সুপারহিট। প্রথম সিজনের জনপ্রিয়তার পর এর দ্বিতীয় সিজনও মুক্তি পেয়েছে। দ্বিতীয় সিজনের সঙ্গে 'দেখ রখে হো না বিনোদ'-এর মিমসও ভাইরাল হতে শুরু করেছে। 'পঞ্চায়েত ২' মুক্তির পর প্রায় তিন মাস কেটে গেছে।
দুই বিপরীতধর্মী মানুষের দূরত্ব দূর করতে, পরিবারের সকলের সঙ্গে লড়াই করে হয়েছে আহির- পিলুকে। কিন্তু ভাল সময় কি আর থেকে যায়? রঞ্জা- মল্লারের মাঝে এবার আসতে চলেছে তৃতীয় ব্যক্তি।
সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে বলিউড তারকারা বড় ভূমিকা পালন করেন। এখন শুধু পিরিয়ড নিয়ে ছবিই তৈরি হচ্ছে না, বলিউড অভিনেত্রীরাও এই বিষয়ে খোলামেলা কথা বলতে শুরু করেছেন।