Advertisement

মনোরঞ্জন

Monalisa : কালো শাড়ি-লাল লিপস্টিকে অনবদ্য মোনালিসা 'ঝুমা বৌদি'

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 01 Mar 2022,
  • Updated 4:45 PM IST
  • 1/10

Monalisa: ভোজপুরির সেনসেশনাল কুইন মোনালিসাকে দেখে আমার মনে হচ্ছে, কী দারুণ দেখতে...। মোনালিসার প্রতিটি স্টাইলই দেখার মতো। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান লুক, মোনালিসার মোহনীয় হাসি তাঁর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
 

  • 2/10

সুন্দর কালো শাড়িতে ছবি শেয়ার করে ভক্তদের যেন মাতাল করেছেন মোনালিসা। এই লুকে মোনালিসাকে সুপার স্টানিং লাগছে।

  • 3/10

মোনালিসার কালো শাড়ির বর্ডারে সুন্দর আয়নার কাজ রয়েছে। অভিনেত্রী একটি শাড়ির সঙ্গে একটি কালো হ্যাল্টারনেক ব্লাউজ ক্যারি করেছেন। যাতে সুন্দর এমব্রয়ডারি রয়েছে। 

  • 4/10

জমকালো কালো শাড়ির সঙ্গে কালো চুড়িও পরেছেন অভিনেত্রী। কানের দুল এবং আঙুলের আংটি দিয়ে অভিনেত্রী তাঁর লুক সম্পূর্ণ করেছেন।

  • 5/10

কালো গর্জিয়াস শাড়ির সঙ্গে মোনালিসার মেকআপও অসাধারণ। কালো আইশ্যাডো এবং ঝলমলে আইলাইনার দিয়ে অভিনেত্রী তাঁর চোখে একটি গ্ল্যাম লুক দিয়েছেন। লাল টকটকে লিপস্টিক আর কপালে একটা ছোট্ট টিপ মোনালিসার লুকে যোগ করছে।

  • 6/10

অভিনেত্রীর ছবি এখন পর্যন্ত হাজার হাজার ভক্ত লাইক করেছেন। মন্তব্য বিভাগ আগুন এবং হৃদয় ইমোজি দ্বারা প্লাবিত হয়। ভক্তরা মোনালিসার প্রশংসা করছেন ঢালাও।

  • 7/10

ভোজপুরি সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করার পরে মোনালিসাকে আজকাল স্টার প্লাসের শো স্মার্ট জোড়িতে দেখা যাচ্ছে। 

  • 8/10

স্বামীর সঙ্গে এই শোয়ে অংশ নিয়েছেন মোনালিসা। দু'জনকেই বেশ পছন্দ করেছেন দর্শকেরা।

  • 9/10

মোনালিসার ছবি দেখার পরে, আমরা বলব যে ভারতীয় হোক বা পশ্চিমী মোনালিসা প্রতিটি লুকে সর্বনাশ তৈরি করে এবং তার ভক্তদের পাগল করে তোলে।

  • 10/10

এই ছবিগুলোর ক্ষেত্রেও আলাদা কিছু হয়নি। তা বলছে তাঁর ইন্সটাগ্রাম।

Advertisement
Advertisement