Advertisement

টেলিভিশন

Munmun Dutta: ৪ ঘণ্টা জেরা মুনমুনকে! কেন গ্রেফতার 'ববিতাজি'?

Aajtak Bangla
  • মুম্বই,
  • 08 Feb 2022,
  • Updated 12:43 PM IST
  • 1/9

গ্রেফতার হন 'তারক মেহতা কা উল্টা চশমা'-এর ববিতা জি ওরফে অভিনেত্রী মুনমুন দত্ত। হাঁসি থানায় তফসিলি জাতি ও উপজাতি নৃশংসতা আইনের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিন তদন্তকারী অফিসার ডিএসপি বিনোদ শঙ্করের সামনে হাজির হন মুনমুন। 
 

  • 2/9

তদন্তকারী অফিসার আনুষ্ঠানিকভাবে মুনমুনকে গ্রেফতার করেন এবং প্রায় ৪ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

  • 3/9

জিজ্ঞাসাবাদ শেষে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান মুনমুন দত্ত। সেই সময়, ডিএসপি অফিসের বাইরে জমায়েতের ফলে পুলিশ প্রশাসন সতর্কতা হিসাবে, ভারী পুলিশ বাহিনী মোতায়েন করেন।
 

  • 4/9

হাইকোর্টের নির্দেশে দুই নিরাপত্তাকর্মী ও বাউন্সারসহ ডিএসপি অফিসে পৌঁছান মুনমুন দত্ত।
 

  • 5/9

হাঁসির এক দলিত কর্মী রজত কলসান, গত ১৩ মে SC-ST আইনের অধীনে মুনমুন দত্তের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। এরপরে মুনমুন দত্ত তাঁর বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এই আবেদনটি ২২ সেপ্টেম্বর ২০২১-এ সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়।
 

  • 6/9

হিসারে গঠিত SC-ST আইনের অধীনে মুনমুন দত্তের আগাম জামিনের আবেদন ২৮ জানুয়ারি বিশেষ আদালত প্রত্যাখ্যান করে। এরপরে আগাম জামিনের জন্য পঞ্জাব- হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। 

  • 7/9

গত ৪ ফেব্রুয়ারি পঞ্জাব- হরিয়ানা হাইকোর্টের বিচারক অবনীশ ঝিংগান, মুনমুন দত্তকে হাঁসিতে তদন্তকারী অফিসারের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেন।
 

  • 8/9

সম্পূর্ণ ঘটনাটি কী? 

গত বছর ৯ জানুয়ারি, মুনমুন দত্ত একটি ভিডিওতে তফসিলি জাতি-সমাজের বিরুদ্ধে অশালীন এবং অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এরপরে রজত কলসান নামে এক ব্যক্তি গত ১৩ মে, মুনমুন দত্তের বিরুদ্ধে SC-ST আইনে অভিযোগ দায়ের করেন, হাঁসি থানায়। অভিযোগকারী বলেন যে, SC-ST আইনে অন্তর্বর্তীকালীন জামিনের কোনও সুযোগ নেই। 
 

  • 9/9

 ডিএসপি বিনোদ শঙ্কর জানান, মুনমুন দত্ত তদন্তে সহযোগিতা করতে হাঁসিতে এসেছিলেন, তিনি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে পেয়েছেন।

Advertisement
Advertisement