Advertisement

টেলিভিশন

Urfi থেকে Sanjida পোশাকের জন্য ট্রোলড হয়েছেন এই টেলিসুন্দরীরা

Aajtak Bangla
  • মুম্বই,
  • 28 Nov 2021,
  • Updated 4:45 PM IST
  • 1/8

Urfi Javed, Sanjeeda Sheikh and Devoleena Bhattacharjee: সেলিব্রিটি হওয়া মোটেই সহজ নয়। হাজার ঝক্কি সামলাতে হয় তাঁদের। নিজেদের পোশাক থেকে ব্যক্তিগত জীবন-একটু এদিক থেকে ওদিক হলেই আলোচনা শুরু হয়ে যায়। অনেক সময় সমালোচনার মুখেও পড়তে হয়। 

আরও পড়ুন:  BJP-র বাম-দশা! ৪-এর মধ্য়ে ৩ আসনে জামানত খোয়াল পদ্ম

  • 2/8

এমন আগেও হত। পরে যে হবে না, তার কোনও নিশ্চয়তা নেই। এখন একটি শব্দের সঙ্গে আমরা সকলে পরিচিত। আর সেটা হল ট্রোলিং। কোনও মানুষের কোনও কিছু পছন্দ না হলেও শুরু হয়ে যায় ট্রোলিং। অনেক সময় তা সীমা ছাড়ায়।

আরও পড়ুন: Haringhata Live! মুরগি বেছে নিন, কাটাকুটি হবে বিজ্ঞানসম্মত উপায়ে 
 

  • 3/8

আমরা দেখে নেব সাম্প্রতিক অতীতে কয়েকজন তারকার ব্য়াপারে যাঁরা ট্রোলড হয়েছেন।

  • 4/8

সম্প্রতি সঞ্জিদা শেখ ব্রালেস ড্রেস পরা নিয়ে ট্রোলড হয়েছেন। এরপর নিয়া শর্মাও একই অবস্থার শিকার হয়েছেন। আর এক তারকা উর্ফি জাভেদও ট্রোল হয়েছিলেন পোশাকের কারণে।

  • 5/8

বিগ বস ওটিটি জয়ী দিব্যা অগ্রবাল দিন কয়েক আগে সামনে ফুল লাগিয়ে ছবি তুলেছিলেন। আর তারপর আর কে দেখে। তাঁকে ট্রোল করা হয়েছে। টপলেস ফটোশুট কারও পছন্দ হয়নি।

  • 6/8

এর পরের পালা সঞ্জিদা শেখের। তিনি অরেঞ্জ প্লাঞ্জ নেকলাইনে এক ভিডিও পোস্ট করেছেন। তিনি ব্রা পরেননি। এরপর তিনিও ট্রোল হন। অনেকে আবার ব্রা পরার পরামর্শ দেন।

  • 7/8

নিয়া শর্মাকে নিয়ে কম কথা হয় না। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার রিভিলিং পোশাক পরে এসেছেন তিনি। ব্যাকলেস টপ পরে আসা হোক বা বিনা বোতামের জিনস- সব ক্ষেত্রেই তিনি ট্রোলড হয়েছেন।

  • 8/8

ঘটনা হল উর্ফি জাভেদ হামেশা একটু পরীক্ষা করেন পোশাক নিয়ে। আর ট্রোলও হন। তবে তিনি কিন্তু মোটেই বিচলিত হন না। এয়ারপোর্টে তিনি যখন বিনা বোতামের জিনস পরে গিয়েছিলেন, তখন তাঁকে ট্রোল করা হয়। অনুষা দাণ্ডেকর আরও একজন এমন তারকা। কিছুদিন আগে তিনি হলুদ কোট পরে ফটোশুট করেছেন। যা সামনের দিকে খোলা ছিল। নীচে তিনি হিপস্টার পরেছিলেন। গোপী বহু ওরফে দেবলীনা ভট্টাচার্যকে কে না চেনে। 'বহু বনি বেব' নামে তিনি এখন পরিচিত। স্পোর্টস ব্রা আর স্কার্ট পরে দেবলীনা বেলি ডান্স করছিলেন। আর তার ভিডিও পোস্ট করেছিলেন। তারপর তিনি ট্রোলের শিকার হন।

Advertisement
Advertisement