Advertisement

Aindrila Sharma Health Update: ব্রেন স্ট্রোকের ঠিক আগে কী হয়েছিল ঐন্দ্রিলার? জানালেন অভিনেত্রীর মা

Aindrila Sharma Health Update: বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে রয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কীভাবে হল ব্রেন স্ট্রোক? ঠিক কী হয়েছিল সেদিন দুপুরে? 

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ও তাঁর মা শিখা শর্মা (ছবি: ফেসবুক)অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ও তাঁর মা শিখা শর্মা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Nov 2022,
  • अपडेटेड 1:52 PM IST

বুধবার সন্ধ্যায় এক দুঃসংবাদে মন ভারাক্রান্ত হয়ে যায় সকলের। কোমায় আচ্ছন্ন হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। এই খবর সামনে আসার পর থেকেই অনুরাগী থেকে শুরু করে, অন্যান্য তারকারা ঐন্দ্রিলার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা পোস্ট করেছেন। দু'বার ক্যান্সারকে হারিয়ে কাজে ফিরেছিলেন অভিনেত্রী। কিন্তু জীবনযুদ্ধে ফের লড়াই শুরু তাঁর। আচমকাই ব্রেন স্ট্রোক (Brain Stroke) হয়ে অত্যন্ত আশঙ্কাজনক (Critical) ঐন্দ্রিলা। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিউরো আইসিইউ-তে রয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কীভাবে হল ব্রেন স্ট্রোক? ঠিক কী হয়েছিল সেদিন দুপুরে? 

ঠিক কী ঘটেছিল? 

মঙ্গলবার হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে মাথায় রক্ত জমাট বেঁধে যায় ঐন্দ্রিলার। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর পরিবার বা প্রেমিক সব্যসাচী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যায়নি এখনও পর্যন্ত। তবে তাঁর মা, শিখা শর্মা এক সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান সেদিন ঠিক কী ঘটেছিল, কী সমস্যা হয়েছিল অভিনেত্রীর। তিনি বলেন, "বাড়িতে লক্ষ্মী পুজো, দিওয়ালির আনন্দ হল, কোনও রকম সমস্যা ছিল না আমার বাড়িতে। ওয়েব সিরিজের কাজে ওঁর গোয়া যাওয়ার কথা, সব রেডি... তাঁর আগে সমস্ত বাজার করল, সব্যর (সব্যসাচী) জন্মদিন সেলিব্রেট করল, কোনও রকম শারীরিক সমস্যা ওঁর ছিল না। মঙ্গলবার সকালবেলা খাওয়া- দাওয়া করে দুই পোষ্যদের খাওয়ালো, এরপর আমাদের সব বুঝিয়ে বলল কী কী করতে হবে পাঁচ- সাতদিন থাকবে না বলে। আমার পাশে একটু শুয়ে ছিল। হঠাৎ দুপুর ১-১.৩০ নাগাদ আমায় বলল, মা আমার ডান হাত নড়ছে না। আমি ভেবেছি ও ইয়ার্কি করছে। ওঁর হাত তুলে যখন ফেলছি, অসাড় হয়ে গেলে যেমন পড়ে যায়, সেরকম হল। তখনই আমার একটু অন্য রকম লেগেছিল।" 

আরও পড়ুন

তিনি আরও বলেন, "মিনিটের পাঁচেকের মধ্যে দুটো পা এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে গোটা শরীর অসাড় হয়ে গেল এবং সেই সঙ্গে মাথা যন্ত্রণা। মাথা ব্যাথার ওষুধ দিলাম। খাওয়ার পর চূড়ান্ত বমি শুরু করল। তারপর আর মাথা নাড়াতে পারেনি। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে ফোন করায়, ওকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। সব্যকে ফোন করলাম...ও এলো, গাড়ির ব্যবস্থা করে গার্ডদের ডেকে ওঁকে নামিয়ে নিয়ে যাওয়া হল। ডাক্তার ওখানে ছিলেন... সঙ্গে সঙ্গেই ওকে ওটিতে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর জানানো হয় ব্রেন ড্যামেজ হয়েছে। না পড়ে গেছে, না ব্যথা লেগেছে, কিচ্ছু হয়নি। রাত ১০.৩০ -১১ টা নাগাদ ওকে ওটি থেকে বের করে আইসিইউ-তে দিল। এরপর থেকে এই অবস্থা চলছে।" 

রীতি মতো ভেঙে পড়েছেন শিখা শর্মা। তিনি যোগ করেন, "ও বেঁচে যাবে আমি এটুকু আশা করি...শুধু সময়ের একটু অপেক্ষা। আবার কাজ করবে ও। আর যেন কষ্ট না দেয় ওঁকে ঠাকুর। আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা ভেঙে পড়েছে ওঁর জন্য। ওকে দিয়ে সবার চিন্তা। ছোটবেলা থেকেই ও খুব ডাকাবুকো... সকলে ওর কথা মেনে চলে। ওর উপর আমরা সকলে ভরসা করি। আমায় একটু ভয় করে। ও ঠিক ফিরবে... শুধু একটু সময়ের অপেক্ষা...।" 

তিনি আরও জানান, "ওর দুটো হাতই অসাড় ছিল। হাত একটু নেড়েছে, তাই এখন কোমাতে আছে আর বলা যায় না। চোখের পাতা নড়েছিল একটা সময়। পুরোপুরি তাকাতে হয়তো একটু সময় লাগবে। তবে ও অনেকটা সুস্থ হয়েছে আগের থেকে। আমরা ঠিক ফিরিয়ে নিয়ে আসবে ওকে। সবাই আশীর্বাদ করুক, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমি কিছু চাই না।"

এখন কেমন আছেন? 

ঐন্দ্রিলা শর্মার অসুস্থ হওয়ার পর প্রায় ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের তরফে জানানো হয়েছিল, অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এখনও তিনি আশঙ্কাজনক। রাতে ঐন্দ্রিলার রক্তচাপ ছিল ১১০/৭০ আর পালস্‌ রেট প্রতি মিনিটে ১১২। শুক্রবার সকালেও পরিস্থিতি একই। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বিপদ এখনও কাটেনি। 

সব্যসাচী- ঐন্দ্রিলার কাছের বন্ধু অভিনেতা সৌরভ দাস। বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, "সকলকে বলছি, দয়া করে ঐন্দ্রিলার সম্পর্কে জল্পনা বন্ধ করুন। আমি আর দিব্য আছি  সব্যসাচীর সঙ্গে শুরু থেকেই। এই মুহূর্তে ফোন ধরার মতো পরিস্থিতিতে নেই। বিব্রত হবেন না । সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমন ও জানায়। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। ওঁর জন্য প্রার্থনা করতে থাকুন। 

এর আগে একাধিকবার ঝুঁকিপূর্ণ সার্জারির পর চলেছে কেমোথেরাপি, রেডিয়েশন। তবুও মুখের হাসি কখনও অমিল হতে দেখেননি কাছের মানুষেরা। উল্টে দাঁতে দাঁত চেপে আরও কঠিন লড়াই করে গিয়েছেন ঐন্দ্রিলা। আর সঙ্গে ছিলেন পরিবার, কাছের বন্ধুরা ও ছায়াসঙ্গী, সব্যসাচী চৌধুরী অর্থাৎ ছোটপর্দার বামাক্ষ্যাপা। 

বারবার পড়ে গিয়েও, গা ঝেড়ে আবার উঠে দাঁড়িয়েছেন'জিয়ন কাঠি' (Jiyon Kathi)-র জাহ্নবী চ্যাটার্জী ওরফে ঐন্দ্রিলা শর্মাকে। বছরভর দীর্ঘ লড়াইয়ের পর, গত বছর এর শেষে জানা যায় দ্বিতীয়বার ক্যান্সারকে হারিয়েছেন লড়াকু অভিনেত্রী। তাঁর জয়ের কথা শুনে অনুগামী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বহু তারকা অনেকটা স্বস্তি পেয়েছিলেন। ধীরে ধীরে পুরনো ছন্দে শ্যুটিং ফ্লোরেও ফিরছিলেন। কিন্তু ফের ছন্দপতন! ঐন্দ্রিলার পরিবার-পরিজন, অনুগামীদের বারবার প্রার্থনা করেছেন তাঁর সুস্থ হওয়ার। এখন সকলের ফের অপেক্ষা, ফিট হয়ে, হাসি মুখেই নিজের জায়গায় অর্থাৎ শ্যুটিং ফ্লোরে তাঁর ফেরার।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement