Advertisement

Mithai: 'মিঠাই'-তে নয়া মোড়! তোর্সাকে বিয়ে করে মোদক পরিবারের বড় বউ করে আনল সোম

Mithai: বাংলা টেলিভিশনে 'মিঠাই'-র জনপ্রিয়তা অন্য মাইলফলক ছুঁয়েছে। দর্শক মনে নিজেদের জায়গা ধরে রাখতে 'মিঠাই' -তে আসতে থাকে একের পর এক চমক। তবে এবার সবচেয়ে বড় ট্যুইস্ট আসতে চলেছে এই মেগাতে। 

'মিঠাই'-তে আসছে নয়া ট্যুইস্ট 'মিঠাই'-তে আসছে নয়া ট্যুইস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2021,
  • अपडेटेड 11:32 AM IST
  • 'মিঠাই'-তে আসতে চলেছে সবচেয়ে বড় ট্যুইস্ট।
  • দীর্ঘ বত্রিশ সপ্তাহ ধরে রেটিং চার্টে এই মেগাই শীর্ষে।
  • নতুন কোন ঝড় আসতে চলেছে মোদক পরিবারে?

এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' (Mithai)। দীর্ঘ বত্রিশ সপ্তাহ ধরে রেটিং চার্টে (Rating Chart) জি বাংলার 'মিঠাই' -কে কেউ সরাতে পারেনি শীর্ষ স্থান থেকে। গত সপ্তাহেও সেরার সেরা 'মিঠাই' -র প্রাপ্তি ছিল ১০.৯। দর্শক মনে নিজেদের জায়গা ধরে রাখতে 'মিঠাই' -তে আসতে থাকে একের পর এক চমক। তবে এবার সবচেয়ে বড় ট্যুইস্ট আসতে চলেছে এই মেগাতে। 

গত কয়েক পর্বে 'মিঠাই' -তে তিনটি নতুন চরিত্রের আগমন হয়েছে। রুদ্রর বন্ধু আইপিএস অফিসার বসুন্ধরা, সমরেশের বন্ধু ত্রিদীপ এবং সোমের মা জয়িতা। মোদক পরিবারে যেন এক ঝড় এসেছে। তবে এখানেই শেষ না, 'পিকচার অভি বাকি হ্যায়'! খুব শীঘ্রই বিয়ে করবেন সোম ও তোর্সা। 

চ্যানেলের তরফ থেকে সম্প্রচারিত প্রোমোতে এরই মধ্যে রীতিমতো হইচই পরে গেছে 'মিঠাই' ভক্তদের মধ্যে। প্রোমো অনুযায়ী দেখা যাচ্ছে, মোদক পরিবারে সকলে লক্ষ্মীপুজোর দিন, অলক্ষ্মী বিদায় করছে। ঠিক সেই সময় সদ্য বিয়ে করে হাজির সোম ও তোর্সা। সোমের পরনে পাঞ্জাবি। এদিকে তোর্সা পরেছেন লাল শাড়ি, গায়ে সোনালী গয়না, খোঁপায় জুঁইয়ের মালা, সিঁথি ভর্তি সিঁদুর, দু'জনের গলায় মালা...। সংলাপে সোম বলছে "লক্ষ্মী পুজোর দিন এ বাড়ির লক্ষ্মীকে নিয়ে এলাম, আমার স্ত্রী তোর্সা। মিঠাই, তোমার বড় জা-কে বরণ করে নেবে না?" 

আরও পড়ুন

 

একেবারে হতবাক মোদক পরিবারের সকলে। তবে দর্শকদের জন্য এই মোড় কিছুটা যেন প্রত্যাশিত। অনেক ক্ষেত্রেই দেখা যায় একই মানুষের দুই শত্রু, হাত মিলিয়ে বন্ধু হয়ে যায়। এক্ষেত্রেও অন্যথা হয়নি তার। পথের কাঁটা মিঠাইকে বহুবার ফাঁদে ফেলার চেষ্টা করেছে তাঁরা দু'জনে। এমনকী সিড- মিঠাইয়ের বিয়েও আটকাতে কম চেষ্টা করেনি তাঁরা। সব প্ল্যান ফেল করায় এবার নয়া ষড়যন্ত্র করেছে দু'জনে। 

Advertisement

দর্শকদের একাংশের মতে "এটা প্রত্যাশিত ছিল। সোম যেভাবে তোর্সার যত্ন নিত, তা দেখেই বোঝা যাচ্ছিল..." অন্য কিছু দর্শক আবার ইতিমধ্যে ক্ষেপেছেন। তাঁদের কথায়, "একই রকমের প্লট হয়ে যাচ্ছে সব সিরিয়ালে। ভেবেছিলাম 'মিঠাই' আলাদা রকমের কিছু হবে। সেই বস্তা পচা এক গল্প...।" 

 

 

প্রসঙ্গত, জি বাংলার আরেক ধারাবাহিক 'যমুনা ঢাকি'-তেও গল্পের নায়ক -নায়িকার দুই শত্রু রকি ও  আর্যা বিয়ে করার নাটক করেছিল যমুনা, সঙ্গীতকে সমস্যায় ফেলতে। এখানেও কি তাহলে একই রকম হতে চলেছে গল্প? সোম -তেস কি সত্যিই বিয়ে করবে? নাকি এটাও তাদের কোনও নয়া ষড়যন্ত্র? দর্শকরা এই নয়া মোড় ঠিক কীভাবে নেয়, তা বলবে আগামী সপ্তাহের রেটিং চার্ট।           
 

Read more!
Advertisement
Advertisement