Advertisement

Tele Academy Awards 2022 Winners: মিঠাই -সিদ্ধার্থ থেকে জুন আন্টি! দেখুন টেলি আকাদেমিতে অ্যাওয়ার্ডসে কারা পেলেন সেরার সেরা পুরস্কার

Tele Academy Awards 2022 Winners: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন টেলি থেকে টলিপাড়ার তারকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানুন কারা পেলেন সেরার সেরা পুরস্কারগুলি। 

টেলি আকাদেমিতে অ্যাওয়ার্ডসে কারা পেলেন সেরার সেরা পুরস্কার টেলি আকাদেমিতে অ্যাওয়ার্ডসে কারা পেলেন সেরার সেরা পুরস্কার
সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 11 Mar 2022,
  • अपडेटेड 12:09 PM IST
  • নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস।
  • অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ২০১২ সালে প্রথম গঠিত হয় পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি। 

ছোট পর্দা, দর্শকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোধ হয় সকলের জানা। টেলিভিশনের চরিত্রগুলি হয়ে ওঠে, দর্শকদের বাড়ি কিংবা একেবারে পাশের বাড়ির সদস্য। বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চাতেও ঢুকতে পারে মেগাগুলি। বাংলা টেলিভিশনের (Bengali Television) সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানাতে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের (Department Of Information And Culture West Bengal) উদ্যোগে আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস (West Bengal Tele Academy Awards 2022)। ২০১২ সালে গঠিত হয় পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি (West Bengal Tele Academy)।

 

বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Statium) হাজির হয়েছিলেন টেলি থেকে টলিপাড়ার তারকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এদিন ভার্চুয়াল মাধ্যমে, বারুইপুরের টংতলায় নব নির্মিত পশ্চিমবঙ্গ টেলি আকাদেমির ৪ টি স্টুডিও ফ্লোর ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। জানুন কারা পেলেন সেরার সেরা পুরস্কারগুলি। 

আরও পড়ুন

 


* সেরা শিশু অভিনেতা-  মেঘন চক্রবর্তী

* সেরা অভিনেত্রী-  সৌমিত্রা কুণ্ডু ও সোনামণি সাহা

* সেরা অভিনেতা - আদৃত রায় ও প্রতীক সেন

* সেরা অভিনেতা (খল চরিত্র)-  দেবজ্যোতি রায়চৌধুরী 

* সেরা অভিনেত্রী (খল চরিত্র)-  ঊষসী চক্রবর্তী

* সেরা সহ অভিনেতা- বিশ্বজিৎ চক্রবর্তী ও টোটা রায়চৌধুরী 

 * সেরা সহ অভিনেত্রী-  আর্যা বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার

 * সেরা জুটি - সৃজলা গুহ- শন বন্দোপাধ্যায় ও তৃণা সাহা- কৌশিক রায়

 * সেরা মা-  সুভদ্রা মুখোপাধ্যায়

* সেরা পরিবার - ম্যাজিক মোমেন্টস  ও অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট

Advertisement

 * সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক-  জি এন্টারটেইনমেন্ট (মিঠাই) 

* সেরা কৌতুক অভিনেতা- অম্বরেশ ভট্টাচার্য ও অসীম রায় চৌধুরী

 * সেরা কৌতুক অভিনেত্রী- অন্বেষা হাজরা

* সেরা বয়স্ক জুটি-  দুলাল লাহিড়ী- রত্না ঘোষাল

* সেরা প্রযোজক - স্নেহাশিস চক্রবর্তী  

* সেরা পরিচালক - সৌমেন হালদার 

* সেরা চিত্রগ্রাহক-  মাধব নস্কর 

* সেরা কাহিনীকার- লীনা গঙ্গোপাধ্যায় 

* সেরা চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা- শাশ্বতী ঘোষ  

* সেরা সম্পাদক- নীলাঞ্জন মণ্ডল 

* সেরা শব্দগ্রাহক - শম্ভু দাস 

* সেরা প্রোডাকশন ডিজাইনার- কৃষ্ণেন্দু কাড়ার 

* সেরা শিল্প নির্দেশক- আনন্দ আঢ্য 

* সেরা পোশাক পরিকল্পনাকারী- সন্দীপ জয়সওয়াল 

* সেরা পরিচালক (নন-ফিকশন) - অভিজিৎ সেন 

* সেরা সঞ্চালক (নন-ফিকশন) - সৌরভ গঙ্গোপাধ্যায় 

* সেরা সম্পাদক (নন- ফিকশন)- বিকাশ শরাফ

* সেরা গবেষক- শিবাশিস বন্দ্যোপাধ্যায় 

* সেরা ভি এফ এক্স- রজত দলুই (ফোর্থ ডায়মেনশন) 

 * সেরা রূপশয্যা শিল্পী - পাপিয়া চন্দ (নন-ফিকশন) ও  প্রবীর বন্দোপাধ্যায় (ফিকশন)

* সেরা কেশবিন্যাস শিল্পী - শর্মিষ্ঠা মাঝি ও জয়শ্রী দাস 

* সবচেয়ে অনুপ্রেরণামূলক চরিত্র- ইন্দ্রাণী হালদার ও শ্বেতা ভট্টাচার্য 

* আজীবন অবদানের স্বীকৃতি- শকুন্তলা বড়ুয়া 

* মরণোত্তর বিশেষ কৃতি সম্মান- সৌমিত্র চট্টোপাধ্যায় 

* অসাধারণ প্রত্যাবর্তন - ঐন্দ্রিলা শর্মা 

* পাদ প্রদীপের আলোয়- শান্তি গোপাল মুখোপাধ্যায় 

* বিশেষ পুরস্কার- সব্যসাচী চৌধুরি ও প্রীতি বিশ্বাস

 

আরও পড়ুন: 

প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোভিডের সময় মানুষ যখন একেবারে ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন, তখন তাঁদের বন্ধু এবং সাথী এই টেলিভিশনই ছিল। টেলিভিশন চ্যানেল যারা বিশেষত সিরিয়াল তৈরি করে, তাদের কোনও তুলনা হয় না। অনেকে আছেন বাড়িতে একা থাকেন, বা বাড়িতে যে কাজই থাকুক না কেন, রান্নাটা সময় মতো করে নেন যাতে ধারাবাহিকগুলো দেখা যায়। আমি নিজেও দেখি। রাতের দিকে যখন যতটা সময় পাই, সেই মতো দেখি।" 

 

Read more!
Advertisement
Advertisement