Advertisement

Shagufta Ali: আর্থিক সংকটে অভিনেত্রী! হাতে ৫ লক্ষ টাকা তুলে দিলেন মাধুরী

আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে কাজ চাইছেন টেলিভিশন অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali) এবং সব রকম চেষ্টা করছেন এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে। এবার তাঁকে সাহায্য করলেন মাধুরী দীক্ষিত সহ অন্যান্যরা।

'ডান্স দিওয়ানে ৩'- মঞ্চে মাধুরী দীক্ষিতের সঙ্গে শগুফতা আলি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 14 Jul 2021,
  • अपडेटेड 9:58 AM IST
  • অর্থনৈতিক সংকটে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী শগুফতা আলি।
  • সংবাদমাধ্যমকে সম্প্রতি সেই কথা জানিয়েছেন অভিনেত্রী।
  • তাঁর দিকে সাহায্যের হাত বাড়াল বলিউডের একাংশ।

টেলিভিশন অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali) এই মুহূর্তে সংবাদের শিরোনামে। শারীরিক ও অর্থনৈতিক সংকটে রয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছিলেন, গত ২০ বছর ধরেই তিনি অসুস্থ। স্তন ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন। যার চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু সেই টাকা তাঁর কাছে নেই। সেই সঙ্গে ডায়বেটিস ও অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে তাঁর। আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে কাজ চাইছেন এবং সব রকম চেষ্টা করছেন এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে।  এই খবর প্রকাশ্যে আসতেই একাধিক অভিনেতারা তাঁর দিকে সাহায্যের হাত বাড়ালেন। যেই তালিকায় রয়েছে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), জনি লিভার (Johnny Lever) ও রোহিত শেট্টির (Rohit Shetty) নাম। 

সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স দিওয়ানে ৩' -এ আমন্ত্রণ জানানো হয় শগুফতা আলিকে। সেখানেই টিমের তরফ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে ধরা হয় তাঁর হাতে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শগুফতা জানান,"চ্যানেলের তরফ থেকে আমায় আমন্ত্রণ জানানো হয়। তাঁরা আমায় সমস্যার কথা জানাতে বলেন। প্রথমত, আমি এই শোয়ের খুব বড় ফ্যান, তাই খুব উৎসাহিত ছিলাম। যদিও ক্যামেরার সামনে ফের দাঁড়ানো আমার জন্যে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এরপর আমি ভাবলাম, এইভাবেই আমি বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু আমায় যখন আর্থিক সাহায্য করা হয়েছিল, আমি একেবারে বাক্রুদ্ধ হয়ে পড়েছিলেম।"

আরও পড়ুন: ওটিটি-তে পা প্রযোজক কঙ্গনার! অভিনেত্রীর ব্রিগেডে যোগ দিলেন নওয়াজউদ্দিন 

শগুফতা আলি আরও জানান, "আমার হৃদয় ছুঁয়ে গেছে যখন শুনলাম মাধুরী দীক্ষিত আমার সঙ্গে করা অনেক পুরনো এক কাজের কথাও মনে রেখেছেন। আমি ভাবতে পারিনি এতটা সম্মান ও ভালোবাসা পাবো। আমার সংকটের কথা শুনে জনি লিভার ভাই, রোহিত শেট্টিও এগিয়ে এসেছেন সাহায্যের জন্য। এটা আমার মনে একটা নতুন আশা জাগিয়েছে। মনে হচ্ছে এই লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। একটু সুস্থ হলেই কাজে ফেরার আশা রাখছি।"

Advertisement

 

আরও পড়ুন: বাতিল হয়েছেন বার বার, এখন স্টিরিওটাইপ ভাঙছেন নোরা 

অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, এই খবর সামনে আসতেই সিনে অ্যান্ড টিভি অ্যাসোসিয়েশন -র তরফ থেকে তাঁকে যোগাযোগ করা হয়। কিন্তু খুব অল্প পরিমাণ অর্থ তাঁকে দেওয়ার কথা বলায়, সেই অর্থ নিতে তিনি রাজি হননি। এমনকি তিনি অভিনেতা সোনু সুদের কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু তিনি জানতে পারেন, সোনু শুধুমাত্র পরিষেবা দেন, তবে তিনি আর্থিক সংকটে ভুগছেন এমন লোকদের সহায়তা করেন না। 

আরও পড়ুন: 'মায়া' নিয়ে সব জল্পনার অবসান! হাটে হাঁড়ি ভাঙলেন মদন মিত্র

প্রসঙ্গত, এই সমস্যার জেরে শগুফতা আলি তাঁর গাড়ি ও গয়না বিক্রি করে দিয়েছেন। অটো-রিক্সাতে যাতায়াত করছেন এই মুহূর্তে তিনি। ৩৬ বছর ধরে অভিনয় জগতে রয়েছেন শগুফতা। তিনি টেলিভিশন জগতে বেশ জনপ্রিয় নাম। 'সান্স', 'শশুরাল সিমর কা', 'বেপনাহ' -র মতো প্রায় ২০ টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement