Advertisement

Boney Sengupta: 'কুন্তলের টাকায় কেনা গাড়িতে ফুটানি!' বনির পুরনো ছবিতে কটাক্ষের বন্যা

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ফেঁসে গিয়ে বেশ বিপাকে পড়েছেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের দাবি অনুযায়ী ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তবে বনির কথায় উঠে এসেছে একেবারে অন্য তথ্য। গাড়ি কেনার ৪০ লক্ষ টাকা তিনি নিয়েছিলেন কুন্তলের থেকে। এরপরই বনির সেই চর্চিত গাড়ি নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা।

বনি সেনগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামবনি সেনগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2023,
  • अपडेटेड 2:36 PM IST
  • এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ফেঁসে গিয়ে বেশ বিপাকে পড়েছেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত।
  • নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের দাবি অনুযায়ী ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল।
  • তবে বনির কথায় উঠে এসেছে একেবারে অন্য তথ্য।

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ফেঁসে গিয়ে বেশ বিপাকে পড়েছেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের দাবি অনুযায়ী ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তবে বনির কথায় উঠে এসেছে একেবারে অন্য তথ্য। গাড়ি কেনার ৪০ লক্ষ টাকা তিনি নিয়েছিলেন কুন্তলের থেকে। এরপরই বনির সেই চর্চিত গাড়ি নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা। 

বহুমূল্য বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়িয়ে বনি
বনি সেনগুপ্তের ফেসবুক পেজে নজর দিলেই দেখা যাবে অভিনেতা একটি বহুমূল্য বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। গাড়ির সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেতা। প্রসঙ্গত, এই গাড়িটির কথাই উল্লেখ করেছিলেন অভিনেতা। পাঁচ বছর আগের এই পোস্ট ঘিরেই আবারও নতুন করে জল্পনা দেখা দিল। সোশ্যাল মিডিয়াতে এই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। শুধু তাই নয়, এই ছবির নীচে কমেন্টের পর পর কমেন্ট পরতে থাকে। রীতিমতো বনিকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। 

আরও পড়ুন

বনির ছবিতে ট্রোলের বন্যা
ছবিতে দেখা যাচ্ছে বনি দাঁড়িয়ে রয়েছে একটি বহুমূল্যের গাড়ির সামনে। ক্যাপশনে লেখা, “ফোকাস অন ইওর গোল অ্যান্ড লিভ লাইফ টু দ্য ফুলেস্ট”। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও এবং জীবনকে পুরোপুরি উপভোগ করো। এই ক্যাপশন ও ছবি সামনে আসতেই নেটিজেনরা অভিনেতাকে কীভাবে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে হয় সেই নিয়ে ব্যাঙ্গাত্মক কমেন্ট করতে শুরু করে দেয়। কেউ কেউ আবার লিখেছেন এটাই সেই গাড়ি নাকি। কোনও কোনও নেটিজেন আবার বলেছেন যে চাকরি চুরির টাকায় গাড়ি কিনে লোককে ফোকাস হতে শেখাচ্ছেন। যদিও সেই ছবি ও পোস্ট ইতিমধ্যেই নিজের ফেসবুক থেকে উড়িয়ে দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। 

Advertisement

বনির কথায় অসঙ্গতি
প্রসঙ্গত, ইডির কাছে জিজ্ঞাসাবাদের সময় বনির কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকেরা। অভিনেতা বলেছিলেন, তিনি শুধুমাত্র বেশ কয়েকটি ইভেন্টে কাজ করেছেন। যদিও এ ব্যাপারে প্রথমদিনের জিজ্ঞাসাবাদে উপযুক্ত কোনও নথি জমা দিতে পারেননি বনি। তাই আগামী মঙ্গলবার ফের ইডি তাঁকে তলব করেছেন। 

বনি-কৌশানীর সম্পর্কেও নাকি চিড়
এইসবের মধ্যেই বনি-কৌশানীর সম্পর্কে চিড় ধরার খবরেও তোলপাড় টলিউড ইন্ডাস্ট্রি। তাই বলা চলে বনির এখন শিরে সংক্রান্তি চলছে। যদিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বনি ও কৌশানীকে একসঙ্গেই দেখা গিয়েছে।  

Read more!
Advertisement
Advertisement