গত প্রায় দেড় বছর ধরে শিরোনামে রয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। টলিপাড়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, দু'জনের কেউই এবিষয় এখনও সিলমোহর দেননি। তবে পার্টি হোক কিংবা জন্মদিন, বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাঁদের। কিছুদিন আগে ছোটপর্দার 'রাধারাণী'-র জন্মদিনেও হাজির ছিলেন কাঞ্চন। অভিনেতা- বিধায়কের স্ত্রী তথা অভিনেত্রী পিঙ্কির বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) অভিযোগ জানান, কাঞ্চনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে শ্রীময়ীর। এবছরের পুজোয় দু'জনের শেয়ার করা কিছু ছবি, আবারও উস্কে দিল জল্পনা।
শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (Durga Puja)। তারকারা বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন (Pujo Mandap Inauguration) করেন, একথা নতুন কিছু না। তবে নেটিজেনদের চোখে পড়েছে, এবার বেশিভাগ পুজো মণ্ডপের উদ্বোধন জুটিতেই করছেন কাঞ্চন- শ্রীময়ী। এমনকি মঞ্চেও তাঁদের বিভিন্ন হালকা মেজাজের ছবি লেন্সবন্দি হয়েছে। দু'জনের মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে, একে অপরের সঙ্গে যথেষ্ট সাবলীল তাঁরা।
ছবিগুলিতে কাঞ্চন- শ্রীময়ী দু'জনেই রয়েছে ট্রাডিশনাল পোশাকে। কোনওটিতে কাঞ্চন পরেছেন লালা- সাদা কম্বিনেশনের গলাবন্ধ পঞ্জাবি ও ধুতি। শ্রীময়ীর পরনে হলুদ - গোলাপি কম্বিনেশনের সিল্কের শাড়ি। চুলের খোঁপায় জুঁইয়ের মালা। অন্য আরেকদিন কাঞ্চন পরেছেন হালকা সবুজ রঙের পঞ্জাবি ও পাজামা এবং শ্রীময়ী সেদিন সেজেছেন গাঢ় গোলাপি শাড়িতে। বিভিন্ন পুজো উদ্বোধনের নানা মুহূর্ত সোশ্যাল পেজে শেয়ার করছেন দু'জনেই।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এক পার্টিতে মেতেছিলেন তারকা- রাজনীতিবীদদের অনেকেই। তারকা জুটি রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, অদিতি মুন্সী ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীকে দেখা গিয়েছিল একসঙ্গে পার্টিতে। কলকাতার সল্টলেক -সেক্টর ফাইভের একটি বার এবং লাগোয়া রেস্তোরাঁ ফটো-সেশনেও মেতেছিলেন তাঁরা। শ্রীময়ী সেই পার্টির বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছিলেন সোশ্যাল পেজে।