Advertisement

দুর্ঘটনার কবলে মীরের গাড়ি! অভিযোগ দায়ের থানায়

মীর আফসার আলীর (Mir Afsar Ali) গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে শনিবার। লেক থানায় তিনি এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এসে অভিযুক্ত গাড়ির চালককে আটক করে নিয়ে যায়।

মীর আফসার আলী (ছবি সৌজন্য: ফেসবুক)
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 05 Jun 2021,
  • अपडेटेड 8:25 PM IST
  • মীর আফসার আলীর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে শনিবার।
  • লেক থানায় তিনি এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
  • পুলিশ এসে অভিযুক্ত গাড়ির চালককে আটক করে নিয়ে যায়।

দুর্ঘটনার মুখে পড়ল জনপ্রিয় অভিনেতা তথা সঞ্চালক ও রেডিও জকি মীর আফসার আলীর (Mir Afsar Ali) গাড়ি। পুলিশ সূত্রের খবর, শনিবার বিকেলে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিক থেকে যাদবপুর থানার দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সাউথ সিটি মল থেকে বেরিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল অপর একটি সাদা গাড়ি। ঠিক সেই মুহুর্তে দুই গাড়ির মুখোমুখি। 

দুর্ঘটনার কবলে পড়তেই গাড়িটি প্রায় ১০০ মিটার মতো পিছিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত চালক। ঠিক সেই সময় আরেকটি ৪০৭ গাড়ি ধাক্কা মারেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবী, সেই সময় রাস্তার ধারে কাজ করা এক শ্রমিককেও ধাক্কা মারেন অভিযুক্ত চালক। ওই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। এরপরই অভিযুক্ত গাড়িটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। 

অভিযুক্ত চালক মদ্যপ ছিলেন বলেই অভিযোগ। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মীরের গাড়িটি। সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায় অভিযুক্তের গাড়িটিও। এরপরেই লেক থানার পুলিশ এসে অভিযুক্ত গাড়ির চালককে আটক করে নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও। তবে মীরের ভক্তকূলের কাছে স্বস্তির কথা বলতে একটাই, দুর্ঘটনার ওই মুহূর্তে গাড়িতে ছিলেন না স্বয়ং মীর। তার ফলে তিনি কোনও রকম আহত হননি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান তিনি। লেক থানায় তিনি এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আরও পড়ুন: Mom-To- Be সাংসদ-অভিনেত্রী নুসরত? "কিন্তু বাচ্চার বাবা কে"? প্রশ্ন সোশ্যালে 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। তার নাম বিক্রম সিং, তিনি সাউথ সিটি আবাসনের ৪ নম্বর টাওয়ারের বাসিন্দা। তার বাবা এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে এক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। মদ্যপ থাকার কারণেই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement