Advertisement

পোস্ট ঘিরে চর্চা, নুসরত-নিখিল বিচ্ছেদ জল্পনা তুঙ্গে

বিগত কয়েকদিন ধরেই সংবাদের শীর্ষে রয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। নুসরত ও তাঁর স্বামী নিখিলের (Nikhil Jain) বিবাহ বিচ্ছেদ ও তারই সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলছে জোড় জল্পনা। আগে একে অপরকে আনফলো করা এবং তার পরে রবিবার নুসরতের ইন্সটা স্টোরি যেন সেই জল্পনা আরও কিছুটা উস্কে দিল।

নুসরত জাহান (ছবি সৌজন্য: ফেসবুক)নুসরত জাহান (ছবি সৌজন্য: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2021,
  • अपडेटेड 3:46 PM IST
  • নুসরত ও তাঁর স্বামী নিখিলের বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে।
  • সেই সঙ্গে রয়েছে যশের সঙ্গে নুসরতের সম্পর্ক চর্চা।
  • সাংসদ-অভিনেত্রীর পোস্ট ঘিরে ফের বিতর্ক।

বিগত কয়েকদিন ধরেই সংবাদের শীর্ষে রয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। নুসরত ও তাঁর স্বামী নিখিলের (Nikhil Jain) বিবাহ বিচ্ছেদ ও তারই সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলছে জোড় জল্পনা। আগে একে অপরকে আনফলো করা এবং তার পরে রবিবার নুসরতের ইন্সটা স্টোরি যেন সেই জল্পনা আরও কিছুটা উস্কে দিল।

বেশ কয়েকদিন ধরেই টলিউডে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছিল নুসরতের সঙ্গে তাঁর স্বামীর নিখিলের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেই জল্পনা আরও বাড়িয়ে দুজনই একে অপরকে ইনস্টাগ্রামের আনফলো করে ছিলেন দুদিন আগে। যদিও শেষ কয়েকদিন ধরে নুসরত বা নিখিলের ইনস্টা প্রোফাইলে দেখা যায়নি একসঙ্গে কিংবা দুজনের দুজনকে নিয়ে কোনও পোস্ট। নিখিল ও নুসরতের মধ্যকার দূরত্ব বাড়ছে কিনা এনিয়ে প্রশ্ন উঠেই ছিল কিছুদিন আগে। এবার অভিনেত্রীর পোস্ট করা ইন্সটা স্টোরিতে চর্চা একবারে তুঙ্গে। 

নুসরতের ইন্সটা স্টোরি
রবিবার একটি স্টোরি শেয়ার করেছেন সাংসদ-অভিনেত্রী, যেখানে লেখা আছে, " একজন মহিলা যিনি জানেন টেবিলে কী আনছেন, তিনি একা খেতেও ভয় পান না।" 

আরও পড়ুন

এই বার্তা কী তবে নিখিলের জন্যে? নাকি যারা তাঁকে নিয়ে সমালোচলা করছেন তাঁদের জন্যে? এই বিষয়ে জল্পনা শুরু হয়েছে ফের? কী ইঙ্গিত দিতে চাইছেন নুসরত?

শুক্রবার নুসরত জাহানের জন্মদিনে অনুরাগী থেকে শুরু করে তারকারা সকলেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁকে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে নিখিলের থেকে শুভেচ্ছাবার্তার কোনও পোস্ট দেখা যায়নি। তা ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নুসরত এখনও নিখিলের সংস্থা ক্লোথিং লাইন রঙ্গোলি ইন্ডিয়াকে ফলো করছেন। ঘটনাচক্রে এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর নুসরত জাহান। অন্যদিকে, নিখিলের প্রোফাইল থেকেও কার্যত গায়েব নুসরত। তিনি কেবলমাত্র নুসরতের ফ্যান পেজকে ফলো করছেন।

Advertisement

নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিমদের রোষানলে পড়তে হয়েছে তৃণমূলের সাংসদ নুসরত জাহানকে। কলকাতার রথযাত্রায় তাঁর উপস্থিতি থেকে সিঁদুর খেলা ধর্মীয় বিতর্কে জড়ান হয় তাঁর নাম। যদিও এসব নিয়ে বিশেষ চিন্তিত নন বসিরহাটের সাংসদ। 

সম্প্রতি নুসরত জাহান গিয়েছেন রাজস্থানে। গত ২৯ ডিসেম্বর আজমের খাজা গরিব নওয়াজের মাজারে উপস্থিত হয়ে রাষ্ট্র ও দেশের অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রার্থনা করেছেন তিনি। সেখানে তাঁর সঙ্গে গিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। দুজনের একসঙ্গে ছবি সোস্যাল পেজে না দিলেও আলাদা আলাদ শেয়ার করেছেন নিজেদের প্রোফাইলে। পুজোর আগে মুক্তিপ্রাপ্ত ছবি 'SOS কলকাতা'-এ একসঙ্গে কাজ করেছিলেন যশ-নুসরত ও মিমি। তাঁর মধ্যে যশ ও নুসরতের বন্ধুত্ব অনেকটাই গভীর হয়েছে বলে শোনা যাচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের জল্পনা।

২০১৯ সালের জুলাই মাসে  দীর্ঘদিনের বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈন সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। 

প্রসঙ্গত, টলি পাড়া একই ঘটনার যেন পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী রোশন সিংহের বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে এখনও চর্চা রয়েছে চারিদিকে। এই দম্পতিও প্রথমে দুজন-দুজনকে আনফলো করেছিলেন। এখনও  শ্রাবন্তী- রোশনের মধ্যে চলছে স্ট্যাটাস, স্টোরিতে একে অপরের সঙ্গে বার্তালাপ। 

Read more!
Advertisement
Advertisement