Yearender 2021 Tollywood Movies: নতুন বছর (New Year 2022) আসতে আর হাতে গোনা দিন বাকি। করোনা অতিমারী এই বছরও বিপুল ছন্দপতন ঘটিয়েছে বিনোদন জগতে। মাঝে লকডাউনের জেরে বন্ধ ছিল প্রেক্ষাগৃহ (Cinema Halls)। ফের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই, ছবি মুক্তি পেতেই ধীরে ধীরে হলমুখী হচ্ছেন দর্শকরা। তবে এখনও সিনেমা হল 'হাউজফুল' করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে নির্মাতাদের। তাই বলা যায়, ২০২১ সাল ভাল -মন্দ মিলেই কেটেছে টলিউডের (Tollywood)। বছর শেষে (Year End) চলুন দেখা যাক, কোন বাংলা ছবিগুলি মুক্তি (2021 Released Bengali Movies) পেয়েছে।
জানুয়ারি
* তুমি আসবে বলে
পরিচালক - সুজিত মণ্ডল
প্রযোজক - সুরিন্দ্র ফিল্মস
অভিনয়ে - বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি
* ম্যাজিক
পরিচালক - রাজা চন্দ
প্রযোজক - এসএসজি এন্টারটেইনমেন্ট
অভিনয়ে - অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন
* প্রেম টেম
পরিচালক - অনিন্দ্য চট্টোপাধ্যায়
প্রযোজক - এসভিএফ
অভিনয়ে - সুস্মিতা চট্টোপাধ্যায়, স্বেতা মিশ্র, সৌম্য মুখোপাধ্যায়
* মিসকল
পরিচালক - রবি কিনাগি
প্রযোজক সুরিন্দ্র ফিল্মস
অভিনয় - সোহম চক্রবর্তী, ঋত্বিকা সেন
মার্চ
* হীরালাল
পরিচালক - অরুণ রায়
প্রযোজক - ইজেল মুভিজ
অভিনয়ে- কিঞ্জল নন্দ, শাশ্বত মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়
* শ্লীলতাহানির পরে
পরিচালক - রেশমি মিত্র
প্রযোজক - সোনম মুভিজ
অভিনয়ে- সৌমিত্র চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, মৌবনি সরকার, অভিষেক চট্টোপাধ্যায়
এপ্রিল
* এই আমি রেণু
পরিচালক - সৌমেন সুর
প্রযোজক - অংশ মুভিজ
অভিনয়ে- সোহিনী সরকার, গৌরব চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়
* ফ্লাইওভার
পরিচালক - অভিমন্যু মুখোপাধ্যায়
প্রযোজক - সুরিন্দর ফিল্মস
অভিনয়ে- কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, কৌশিক সেন, শান্তিলাল মুখোপাধ্যায়
অগাস্ট
*মুখোশ
পরিচালক - বিরসা দাশগুপ্ত
প্রযোজক - এসভিএফ
অভিনয়ে- অনির্বাণ ভট্টাচার্য, পায়েল দে, কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ
* বিনি সুতোয়
পরিচালক - অতনু ঘোষ
প্রযোজক- ইকো এন্টারটেইনমেন্ট
অভিনয়ে- জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী
সেপ্টেম্বর
* তরুলতার ভূত
পরিচালক - দেব রায়
প্রযোজক- গ্রিন মোশন পিকচার্স
অভিনয়ে- ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়
* লকডাউন
পরিচালক - অভিমন্যু মুখোপাধ্যায়
প্রযোজক-
অভিনয়ে- শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী
* অবলম্বন
পরিচালক - নাড়ুগোপাল মণ্ডল
প্রযোজক- প্রিয়া ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্টস
অভিনয়ে- সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, ইশা সাহা, বাসবদত্তা চট্টোপাধ্যায়, ইন্দ্রানীল সেনগুপ্ত
অক্টোবর
* গোলন্দাজ
পরিচালক - ধ্রুব বন্দ্যোপাধ্যায়
প্রযোজক - এসভিএফ
অভিনয়ে - দেব, ইশা সাহা, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
* বাজি
পরিচালক- অংশুমান প্রত্যুষ
প্রযোজক - গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও জিৎস ফিল্মওয়ার্কস
অভিনয়ে - জিৎ, মিমি চক্রবর্তী
* বনি
পরিচালক - পরমব্রত চট্টোপাধ্যায়
প্রযোজক - সুরিন্দর ফিল্মস
অভিনয়ে - পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক
* হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী
পরিচালক - অনিকেত চট্টোপাধ্যায়
প্রযোজক - দেব এন্টারটেইনমেইন ভেঞ্চারস
অভিনয়ে - শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়
* এফআইআর
পরিচালক- জয়দীপ মুখোপাধ্যায়
প্রযোজক - শেডো ফিল্ম, রোডশো ফিল্মস ও আরটি নেটওয়ার্ক
অভিনয়ে - ঋতাভরী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ফালাক রাসিদ রায়, শান্তিলাল মুখোপাধ্যায়
* ষড়রিপু ২ জতুগৃহ
পরিচালক - অয়ন চক্রবর্তী
প্রযোজক - ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেট ও রূপা দত্ত
অভিনয়ে - চিরঞ্জিৎ চক্রবর্তী, শাশ্বত চক্রবর্তী, অরুণিমা ঘোষ, দর্শনা ভৌমিক
নভেম্বর
* নির্ভয়া
পরিচালক- অংশুমান প্রত্যুষ
প্রযোজক - প্রত্যুষ এন্টারটেইনমেন্ট এবং আম্রিক এন্টারটেইনমেন্ট
অভিনয়ে - প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শ্রীলেখা মিত্র
* অল্প হলেও সত্যি
পরিচালক - সৌম্যজিত আদক
প্রযোজক - রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট
অভিনয়ে - সৌরভ দাস, দর্শনা বণিক
ডিসেম্বর
* অভিযাত্রিক
পরিচালক - শুভ্রজিৎ মিত্র
প্রযোজক - ভাণ্ডারকার এন্টারটেইনমেন্ট, গৌরাঙ্গ জালান
অভিনয়ে - অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, অর্পিতা চট্টোপাধ্যায়,
* টনিক
পরিচালক - অভিজিৎ সেন
প্রযোজক - অতনু রায় চৌধুরী
অভিনয়ে - দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া