Advertisement

করোনা

Coronavirus : ব্রিটেনকে কাবু করেছিল, কোভিডের সেই Delta Plus AY.4.2 ভারতেও

মিলন শর্মা
  • নতুন দিল্লি,
  • 25 Oct 2021,
  • Updated 3:32 PM IST
  • 1/15

Coronavirus Delta Plus AY.4.2: ভারতে করোনা সংক্রমণের মধ্য়েই এক চিন্তার কথা জানা গেল। আর তা হল ব্রিটেন এবং ইউরোপে করোনার নয়া ভ্য়ারিয়্যান্ট। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেটি হল ডেল্টা প্লাস- এওয়াই.৪.২ (Coronavirus Delta Plus AY.4.2)। এবার সেটি এদেশেও পাওয়া গিয়েছে। 

  • 2/15

এটা ডেল্টার থেকে বেশি সংক্রামক। এমনই জানাচ্ছন বিশেষজ্ঞরা। সিআসআইআর ইন্সটিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্ট্রিগেটিভ বায়োলজির অধিকর্তা অনুরাগ আগরওয়াল এ ব্য়াপারে বিস্তারিত জানান। 

  • 3/15

তিনি বলেন, এখন এওয়াই.৪.২ ভ্য়ারিয়্যান্ট (Coronavirus Delta Plus AY.4.2) কেবল ইংল্যান্ড থেকে এসেছে। আর ভারতে এর কয়েকটি মামলার কথা জানা গিয়েছে। 

  • 4/15

বিজ্ঞানীরা এ ব্যাপারে আরও খোঁজখবর করছেন বলে জানান তিনি।

  • 5/15

সিআসআইআর ইন্সটিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্ট্রিগেটিভ বায়োলজির অধিকর্তা অনুরাগ আগরওয়াল আরও জানান, নয়া এই ভ্য়ারিয়্যান্ট করোনার টিকা থেকে তৈরি হওয়া ইমিউনিটি দুর্বল করে দিচ্ছে। 

  • 6/15

তবে এ ব্যাপারে এখনও কোনও প্রমাণ নেই। এ ব্য়পারে খুব কমই তথ্য রয়েছে। 

  • 7/15

সংক্রমণ হওয়া এবং তার ফলে মৃত্যু এই ভ্য়ারিয়্যান্ট (Coronavirus Delta Plus AY.4.2) থেকেই হয়, তার কম তথ্য রয়েছে।

  • 8/15

আইএনএসওসিওজি (INSACOG)-এর এক বিজ্ঞানী জানান, খুব তাড়াতাড়ি এর ব্য়াপারে আরও তথ্য জানানো হবে। তাঁরা এ ব্যাপারে কাজ করে চলেছেন। তারা জিনোমিক সাক্সেস পাওয়ার ব্য়াপারে দিনরাত ব্যস্ত হয়ে রয়েছেন। 

  • 9/15

এ ব্য়াপারে আইএনএসওসিওজি (INSACOG) আরও জানাচ্ছে, ১১ অক্টোবর পর্যন্ত ভারতে এওয়াই ভ্য়ারিয়্যান্ট (Coronavirus Delta Plus AY.4.2)-এ ৪ হাজার ৭৩৭ জন আক্রান্ত হয়েছেন।

  • 10/15

ব্রিটেনে এওয়াই ভ্য়ারিয়্য়ান্ট একবার ফের সেখানে সংক্রমণ বাড়িয়ে তুলছে। সেখানকারা বিজ্ঞানীরা সেটিকে 'ভ্যারিয়্যান্ট আন্ডার ইনভেস্টিগেশন' বলেছেন।

  • 11/15

ব্রিটেনে এ ওয়াই ভ্য়ারিয়্যান্ট (Coronavirus Delta Plus AY.4.2) ২৩ অক্টোবরে ৫০ হাজারের বেশি করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।

  • 12/15

যা ১৭ জুলাইয়ের পর সবথেকে বেশি। সেখানে এখনও ডেল্টা প্রজাতি প্রবল সমস্যা তৈরি করেছে। তবে এর মাঝে এওয়াই ভ্য়ারিয়্যান্ট (Coronavirus Delta Plus AY.4.2)-এর গ্রোথ রেট ডেল্টার থেকে ১৭ শতাংশ বেশি।

  • 13/15

ভারতে কেন চিন্তা
ইংল্যান্ড থেকে আন্তর্জাতিক উড়ান ফের চালু হয়ে গিয়েছে। এর পাশাপাশি ভারত আরও একটা কাজ করেছে। তা হল সেখান থেকে এদেশে এলে কাউকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না। আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা করারও দরকার নেই।

  • 14/15

এখন নেগেটিভ রিপোর্ট আর ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

  • 15/15

ভারতে এখনও পর্যন্ত ৩০ শতাংশ মানুষকে করোনা টিকার দু'টি ডোজ দেওয়া হয়েছে। দেশে সব মিলিয়ে করোনা টিকার ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। তবে এখ অনেক দেশে বুস্টার ডোজও চালু হয়েছে। এ দেশে শিশুদের জন্য এখনও করোনার টিকা দেওয়া শুরু হয়নি।

Advertisement
Advertisement