Advertisement

করোনা

হার মেনেছে করোনা! ইজরায়েলে আর দরকার নেই মাস্কের

Aajtak Bangla
  • 22 Apr 2021,
  • Updated 6:24 PM IST
  • 1/7

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু কার্যত অন্য ছবি ইজরায়েলে। সেখানে আর মাস্ক পরার প্রয়োজনই নেই। সরকারের তরফে এই কথা জানানো পরেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন সেখানকার বাসিন্দারা।
 

  • 2/7

ইজারায়েলের বন্দর শহর তেল আভিভে জড়ো হন প্রচুর মানুষ। সেখানে কার্যত সবার মুখেই চওড়া হাসি। প্রায় এক বছর পরে মাস্কহীন জীবন পা রাখতে পেরেছেন তারা। বলা হচ্ছে কোভিড পরবর্তী বিশ্বে সর্বপ্রথম পা রাখল ইজরায়েল।
 

  • 3/7

কোভিডে জনবসতির বেশিরভাগকেই দ্রুত টিকাকরণ প্রক্রিয়ায় আনা গিয়েছে। বাকিদের অতি দ্রুত টিকাকরণে কাজ চলছে। বিশ্বের দ্রুততম টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে ইজারায়েলে।

  • 4/7

একসময়ে ইজরায়েলে দৈনিক আক্রান্ত সংখ্যা ছিল ১০ হাজার মতো। সেখান থেকে এখন তা ২০০-র নিচে নেমে গিয়েছে। গত বছর কোভিড সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়েছিল ইজরায়েল।

  • 5/7

তবে সমস্ত বাসিন্দাদের নির্দিষ্ট দূরত্ব বিধি মানতে বলা হয়েছে। এপ্রিলের ১৫ তারিখ একটি নির্দেশ জারি করে ইজরায়েলের প্রশাসন। সেখানে বলা হয়, বাড়ির বাইরে আৎ মাস্কের প্রয়োজনীয়তা নেই।

  • 6/7

গোটা বিশ্ব যখন কোভিডের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত তখন কার্যত অন্য ছবি দেখা গেল ইজারায়েলে। সবার মুখে লম্বা হাসি। কারণ মাস্কমুক্ত জীবন অবশেষে ফিরে পেয়েছেন তাঁরা।

  • 7/7

ইজরায়েল পা রাখতে পেরেছে কোভিড পরবর্তী বিশ্বে। কিন্তু ভারতের অবস্থায় জটিল হচ্ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা  ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে।  সব রাজ্যের বেড়ে চলেছে কোভিড আক্রান্ত।
 

Advertisement
Advertisement