Advertisement

Corona in India : COVID চতুর্থ ঢেউ? ৪৫% বাড়ল আক্রান্ত, নজরে বাংলা-সহ ১০ রাজ্য

Corona in India: দেশে ফের বেড়েছে করোনা সংক্রমণের গতি। গত এক সপ্তাহে দেশে ২৫ হাজারের বেশি কেস পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হল, তিন মাস পর এক সপ্তাহে এতগুলো মামলার কথা ঘটনা সামনে এসেছে।

দেশে বাড়ছে করোনা সংক্রামণ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 10:38 AM IST
  • দেশে ফের বেড়েছে করোনা সংক্রমণের গতি
  • গত এক সপ্তাহে দেশে ২৫ হাজারের বেশি কেস পাওয়া গেছে
  • আশ্চর্যের বিষয় হল, তিন মাস পর এক সপ্তাহে এতগুলো মামলার কথা ঘটনা সামনে এসেছে

Corona in India: দেশে ফের বেড়েছে করোনা সংক্রমণের গতি। গত এক সপ্তাহে দেশে ২৫ হাজারের বেশি কেস পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হল, তিন মাস পর এক সপ্তাহে এতগুলো মামলার কথা ঘটনা সামনে এসেছে। একই সময়ে, গত সপ্তাহের তুলনায় এবার ৪৫% মামলা বেড়েছে।

১০ রাজ্যে চিন্তা
দেশের ১০টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। ৬০% কেস পাওয়া গেছে শুধুমাত্র কেরালা এবং মহারাষ্ট্রে। এই ১০টি রাজ্যে গত ১ সপ্তাহে কেস দ্রুত বেড়েছে। ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ভারতে ২৫ হাজারেরও বেশি করোনার কেস পাওয়া গেছে। 

একই সময়ে, এখন ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ২৫ হাজারের বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রথম সপ্তাহে, ১৭ হাজার ৩৬১টি মামলা রিপোর্ট করা হয়েছে।

আরও পড়ুন: নয়া 'কুছ খাস হ্য়ায়!' ক্যাডবেরির নতুন অ্যাডে অর্ধেক আকাশের জয়গাথা

আরও পড়ুন: হুগলিতে বাড়ির টালির চালা খুলে গুলি করে খুনের চেষ্টা, ভাড়া করা হয়েছিল 'সুপারি কিলার'

আরও পড়ুন: 'তোলামূল'কে হারানোর জন্য ত্রিপুরাকে ধন্যবাদ, TMC-কে বিঁধলেন শুভেন্দু

কেরালা-মহারাষ্ট্রে মামলা বেড়েছে, দিল্লিতে কমেছে
কেরালায় এক সপ্তাহে ৮ হাজার কেস পাওয়া গেছে। এটা গত সপ্তাহের তুলনায় ৬৫% বেশি। মহারাষ্ট্রে, এক সপ্তাহে ৭,২৪৩টি নতুন মামলা নথিভুক্ত হয়েছে। গত সপ্তাহে ৩১৪২টি মামলা পাওয়া গেছে। 

রবিবার এখানে করোনার ১,৪৯৪টি কেস পাওয়া গেছে। যা ১০৬ দিন পর সর্বোচ্চ। এর আগে ১৯ ফেব্রুয়ারি এতগুলি কেস পাওয়া গিয়েছিল। অন্যদিকে, দিল্লিতে ক্রমাগত কমছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে এখানে ২,৪১৯টি কেস পাওয়া গেছে। যেখানে এর আগে এক সপ্তাহে ২,৭৫৭টি মামলা পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় কী অবস্থা?
দেশে গত ২৪ ঘন্টায় দেশে ৪,৫১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ গতকালের তুলনায় ৫.৮% বেশি মামলা পাওয়া গেছে। কেরালায় সর্বোচ্চ ১,৫৪৪টি, মহারাষ্ট্রে ১,৪৯৪টি, দিল্লিতে ৩৪৩টি, কর্নাটকে ৩০১টি এবং হরিয়ানায় ১৪৮টি মামলা পাওয়া গেছে। 

Advertisement

দেশে পাওয়া মোট মামলার মধ্যে ৮৪.৭৭% এই ৫টি রাজ্যে পাওয়া গেছে। একই সময়ে, শুধুমাত্র কেরালায় ৩৪.১৭% কেস পাওয়া গেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৭০১ জন মারা গেছেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement