ভাইফোঁটায় গোটা পরিবার ছুটিতে। সেই সুযোগেই কার্যত ফাঁকা বাড়িতেই ঘটল চুরি। খোয়া গেল প্রায় ১০ লাখ টাকার গয়না। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গড়িয়ার শ্রীখন্ডা এলাকায়। খোয়া গেল প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গড়িয়ার বাসিন্দা উত্তম পাল, তিনি পেশায় অটোচালক।
ভাইফোঁটার দিন সপরিবারে তারা বাইরে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকাই ছিল। সেই সুযোগ নিয়ে বাড়ির মুল দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে চোর।
বাড়িতেই বিছানার তলায় রাখা ছিল আলমারির চাবি। সেই চাবিও খোঁজাখুঁজির পেয়ে যায় চোরের দল।
আলমারির তালা খুলে একটা নেকলেস, একটা সোনার বালা, সোনার আংটি ৭টি, ১টা নাকছাবি, ৩টা সোনার চেন, শাঁখা বাঁধানো পলা বাঁধানো, ৫ জোড়া কানের দুল সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট।