Advertisement

অপরাধ

Noida : ৬ নাইজেরীয় যুবকের সঙ্গে প্রেম ৭০০ ভারতীয় মহিলার, তারপর যা হল...

Aajtak Bangla
  • নয়ডা,
  • 19 Apr 2023,
  • Updated 9:08 AM IST
  • 1/5

চ্যাটিং অ্যাপে ভারতীয় মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করে তাঁদের প্রতারণার অভিযোগে ৭ বিদেশী-সহ ৮ জনের একটি দলকে পাকড়াও করেছে নয়ডা পুলিশ। অভিযোগ, ২-৪ জন নয়, প্রায় ৭০০ মহিলাকে প্রতারিত করেছে ওই দলের সদস্যরা। জানা গিয়েছে, এই বিষয়ে থানা সেক্টর ২০-তে অভিযোগ জানান এক মহিলা। অভিযোগ, চ্যাটিং অ্যাপে এক বন্ধু উপহারের কাস্টম চার্জের নামে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। 

  • 2/5

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ ৬ নাইজেরিয় যুবক, ১ নাইজেরিয় মহিলা এবং ১ ভারতীয় মহিলাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয় ৩টি ল্যাপটপ, ৩১টি মোবাইল ফোন এবং ৩১ হাজার টাকা নগদ। এছাড়াও তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৫টি পাসপোর্ট, ১টি আধার কার্ড, ১টি প্যান কার্ড, ১টি ভোটার আইডি কার্ড এবং ১টি ব্যাঙ্কের পাসবুক। 

  • 3/5

পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে যে, চ্যাটিং অ্যাপের সাহায্যে তারা ভারতীয় মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত। নিজেদের নেভি অফিসার পরিচয় দিত তারা। এমনকী গুগল থেকে নেভি অফিসারদের ছবি নিয়েও প্রোফাইলে লাগাত অভিযুক্তরা। এরপর মহিলাদের উপহার বা বিদেশি টাকা পাঠানোর প্রস্তাব দিত। এমনকী মহিলাদের পার্সেলের ছবি দেখিয়ে বিশ্বাস অর্জন করা হত। 
 

  • 4/5

এর কিছুদিন পরে প্রতারক দলের সদস্যরা মহিলাদের ফোন করে বলতো যে তাঁদের জন্য দামি উপহার এবং বিদেশি ইউরো পাঠানো হয়েছে। তবে তার কাস্টম ডিউটি জমা দিতে হবে। প্রতারক দলের ভারতীয় মহিলা সদস্য কাস্টম অফিসার সেজে মহিলাদের ফোন করতো। আর সেই কথার জালে জড়িয়ে পড়েই তাদের দেওয়া অ্যাকাউন্টে টাকা পাঠাতেন মহিলারা। 
 

  • 5/5

এই বিষয়ে অতিরিক্ত ডিসিপি শক্তি অবস্থী জানান, অভিযুক্তরা বন্ধু সেজে মহিলাদের দামি উপহার এবং টাকা পাঠানোর প্রস্তাব দিত। আর দলের ভারতীয় সদস্য কাস্টম অফিসার সেজে টাকা চাইতো। এক এক জন মহিলার থেকে ৫০-৬০ হাজার টাকা করে নেওয়া হত। এখনও পর্যন্ত মোট কতোজনকে প্রতারণা করা হয়েছে, সেই বিষয়ে তদন্ত চলছে।  
 

আরও পড়ুন - SBI-সহ ৬ ব্যাঙ্কে দারুণ FD স্কিম, মিলতে পারে ৯.৫০% পর্যন্ত সুদ

Advertisement
Advertisement