Advertisement

অপরাধ

TMC Inner Clash : বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত ১, এলাকায় RAF

সুজাতা মেহরা
  • বর্ধমান ,
  • 24 Aug 2021,
  • Updated 8:51 PM IST
  • 1/7

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়ায় তৃণমূলের গোষ্ঠী  সংঘর্ষ। যার জেরে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম অশোক মাঝি( ৩৮)। সংঘর্ষে জখম হয়েছেন মৃতের স্ত্রী  চন্দনা মাঝি ও এলাকার প্রাক্তন কাউন্সিলর মহঃ সেলিম। 
স্থানীয় সূত্রে খবর, চন্দনা মাঝি ও তাঁর স্বামী মহঃ সেলিমের অনুগামী। 

  • 2/7

স্থানীয় সূত্রে খবর, বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ শিবশংকর ঘোষের অনুগামীদের সঙ্গে সংঘর্ষ হয় মহঃ সেলিমের অনুগামীদের। আর তার জেরেই প্রাণ হারান অশোক মাঝি। 
 

  • 3/7

প্রাক্তন কাউন্সিলর সেলিমের অভিযোগ, বর্ধমান পুরসভায় প্রশাসকমণ্ডলী গঠনের পর থেকেই ঝামেলা শুরু করে খোকন দাসের অনুগামীরা। পৌর সহকারী প্রশাসক হিসাবে TMC নেতা আইনুল হককে বসানো নিয়ে। আর তাই নিয়েই আপত্তি বিধায়ক অনুগামীদের।  

  • 4/7

সেলিমের অভিযোগ, তিনি পুর প্রশাসক মণ্ডলীর সমর্থক। সেই কারণে তাঁদের উপর হামলা চালায়  হওয়ায় আজ তার উপর হামলা চালায় বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ শিবু ঘোষ ও তার লোকজন। তাঁদের উপর লাঠি-লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। 

  • 5/7

এমনকী অশোক মাঝির বাড়িতেও চড়াও হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। অশোক মাঝি ও তাঁর স্ত্রী আক্রান্ত হন। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে অশোক মাঝিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

  • 6/7

এদিকে ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে বর্ধমান কালনা রোড অবরোধ করে সেলিম ও তার অনুগামীরা। বিধায়ক খোকন দাস ও তার অনুগামী শিবু ঘোষের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে। 
 

  • 7/7

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থবে আসেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহার নেতৃত্বে পুলিশবাহিনী। এলাকায় নামানো হয় RAFও। 
 

Advertisement
Advertisement