সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। আর তা মেটাতে ছেলেকে খুনের সুপারি দিল নিজেরই বাবা। বেঙ্গালুরুর এই ঘটনাই অবাক করে দিয়েছে সকলকে।
বেঙ্গালুরুর বাসিন্দা বিভি কেশবা কয়েকদিন আগে থানায় বড় ছেলের নামে মিসিং ডায়েরি দায়ের করে। তার দাবি, চলতি মাসের ১০ তারিখের রাত থেকে ছেলের কোনও খোঁজ পাচ্ছেন না তিনি। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন পাশেই ঝিলের পাশ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সন্দেহ হতেই ঝিলের পাশ থেকে বেশ কয়েকটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগগুলি খুলতে মানুষের দেহের অংশ বের হয়।
ময়নতদন্তের রিপোর্টে পুলিশ জানতে পারে দেহটি কেশভার বড় ছেলের। এর পরেই আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ একটি গাড়ির সন্ধান পায়। এই গাড়িতেই ঘটনার দিন রাতে কেশবার বড় ছেলে উঠেছিল।
গাড়ির সূত্র ধরে গাড়ির মালিকের সন্ধান পায় পুলিশ। কিন্তু তার বয়ানে অসংগতি মেলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই সে বলে, কেশবার বড় ছেলেকে খুন করেছে সে নিজেই। তারপর দেহ টুকরো টুকরো করে ব্যাগে পুড়ে রেখেছিল। আর এই কাজে তাকে টাকা দিয়েছিল কেশবা নিজেই। ৩ লাখ টাকায় ছেলের খুনের রফা করেছিল কেশবা। ইতিমধ্যে ১ লাখ টাকা অগ্রিম হিসাবে দিয়েছিল সে।
কেশবাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সম্পত্তিগত বিবাদের জেরেই ছেলেকে হত্যার করিয়েছে সে।