Advertisement

অপরাধ

শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তে ধৃত চিনা নাগরিক

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 19 Sep 2021,
  • Updated 5:39 PM IST
  • 1/6

ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এক চিনা নাগরিককে ধরল এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত ওই ব্যক্তির নাম লবসাঙ নিউমা (৩৫)।

  • 2/6

জানা গিয়েছে যে, শনিবার বিকালে অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় এসএসসি জওয়ানদের সহেন্দ হয় এবং আটক করে তল্লাশি চালানো শুরু করলে তারকাছ থেকে চিন ও ভারতের পরিচয়পত্র উদ্ধার হয়।

  • 3/6

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে চিনের নাগরিকত্বের পরিচয় পত্র সহ ভারতীয় আঁধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, প্যানকার্ড, দুটি মোবাইল, একটি ট্যাব, বৌদ্ধ সন্ন্যাসীর আইডেন্টিটি কার্ডসহ বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে।

  • 4/6

এর পাশাপাশি বেশকিছু ভারতীয় এবং নেপালী টাকা উদ্ধার করা হয়েছে। এসএসবি সূত্রে জানা যায়, ধৃত চিনা নাগরিক দীর্ঘদিন কর্ণাটকে ছিল বলে জানা গিয়েছে।

  • 5/6

ওই ব্যক্তি শনিবার বিমানে করে বেঙ্গালুরু থেকে শিলিগুড়ি পৌঁছে পানিট্যাঙ্কি হয়ে নেপালে প্রবেশের সময় তাকে ধরে ফেলে। এরপরই এসএসবি এদিন সন্ধ্যায় ধৃতকে সীমান্তের রানীগঞ্জ ইমিগ্রেশন চেক পোস্টে হস্তান্তর করে।

 

  • 6/6

রাত দশটা নাগাদ ধৃতকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে খড়িবাড়ি পুলিশ।

Advertisement
Advertisement