Advertisement

অপরাধ

CCTV ফুটেজ! স্বামী-স্ত্রী মিলে বৃদ্ধাকে খুন করে দেহ টুকরো করল, তারপর...

Aajtak Bangla
Aajtak Bangla
  • 14 Jul 2021,
  • Updated 4:02 PM IST
  • 1/7

ভয়াবহ নৃশংসতার সাক্ষী হল রাজধানী দিল্লি। দিল্লির দ্বারকা এলাকায় স্বামী-স্ত্রী মিলে প্রতিবেশী মহিলাকে খুন করল। এবার সেই লাশকে গায়েব করতে দু'জনে মিলে দেহ পিস করল। তিনটি ব্যাগে ভরল এবং নালায় ভাসিয়ে দিল সেই ব্যাগগুলি। এই গোটা ঘটনাটি ধরা পড়ল CCTV ক্যামেরায়।

  • 2/7

জানা গিয়েছে, দ্বারকা এলাকায় একাই একটি ফ্ল্যাটে বাস করতেন ওই বৃদ্ধা। খুনি দম্পতির নাম অনিল আর্য ও কামিনী ওরফে তনু। যাতে কেউ ঘুনাক্ষরেও না টের পায়, তাই লাশকে টুকরো করে তারা তিনটি ব্যাগে ভরে ফেলে। তারপর গাড়ির ডিকিতে ব্যাগ তিনটি ভরে নিয়ে চলে যায়।

  • 3/7

অভিযুক্ত অনিল আর্য পেশায় ইভেন্ট ম্যানেজার। প্রতিবেশী ৭৫ বছরের ওই বৃদ্ধার থেকে সে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিল। দীর্ঘদিন তা ফেরত না দেওয়ায় বৃদ্ধা তাদের কাছে টাকা চাইতে শুরু করেন। গত ৩০ জুন সেই রাগে ওই বৃদ্ধাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে স্বামী-স্ত্রী মিলে।

  • 4/7

তারপর লাশ গায়েব করতে দুজনে সবজি কাটার ছুরি নিয়ে মহিলাকে অনেক ক্ষণ ধরে টুকরো করে। তিনটি ব্যাগে সেই টুকরো দেহাংশগুলি ভরে। তারপর সেই ব্যাগগুলি নিয়ে দুজনেই ফেরার হয়ে যায়।
 

  • 5/7

গত ৩ জুলাই বৃদ্ধার নিখোঁজ ডায়েরি করা হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সেখানেই জানতে পারে, প্রতিবেশী দম্পতি ফেরার।

  • 6/7

এরপর পুলিশ ওই মহিলার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে। দেখা যায়, অনিল আর্য ও তার স্ত্রী তিনটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে। পুলিশের সন্দেহ জোরাল হয়। দুজনের খোঁজ শুরু করে পুলিশ।

  • 7/7

ফোন লোকেশন ট্র্যাক করে দেখা যায়, দুজনে উত্তরাখণ্ডের রানিখেতে রয়েছে। সেখানে পুলিশ পৌঁছতেই জানতে পারে, রানিখেত থেকে তারা চলে গেছে। এরপর ফের মোবাইল লোকশন দেখে উত্তরপ্রদেশের বরেলি থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। দুজনেই খুনের কথা স্বীকার করেছে।
 

Advertisement
Advertisement