গ্রেফতার বিখ্যাত পাবজি প্লেয়ার মদন কুমার। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অশালীন কনটেন্ট তিনি আপলোড করেছিলেন। অভিযোগের ভিত্তিতে ধরমপুরী থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। কয়েকদিন আগে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছিল।
এই যুগল একটি ইউটিউব চ্যানেল চালায়। সেখানে সাধারণত গেমিং কনটেন্ট আপলোড হয়। অভিযোগ, সম্প্রতি মহিলাদের সম্পর্কে আপত্তিকর কিছু কনটেন্ট আপলোড করেছেন তারা।
ইউটিউব চ্যানেলের এডমিন ছিলেন ওই যুবতী। তার চেন্নাইয়ের ঘর থেকে ল্যাপটপ, ট্যাবলেট এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তার স্বামী মদনও অনেকগুলি ইউটিউব চ্যানেল চালান। সেখান থেকে মোটা টাকা উপার্জন করেন।
অল্পবয়সী গেমারদের মধ্যে মদন কুমার খুব বিখ্যাত। তার একটি ইউটিউব চ্যানেলে ফলোয়ার সংখ্যা 776K। অপর একটি ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা ১ লাখের উপরে।
মদন ২০১৯ সালে ইউটিউব চ্যানেল খোলে। তারপর থেকে পাবজির বিভিন্ন গেমিং কনটেন্ট আপলোড করত। কিন্তু অভিযোগ ভিডিওর মাঝে মহিলাদের নিয়ে অশালীন কথাও বলত সে ।
মদনের নামে সম্প্রতি বেশ কিছু অভিযোগ দায়ের হয়। তারপরেই সক্রিয় হয় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনা নিয়ে বাড়তি সতর্কতা আগেই নিয়েছিল পুলিশ।