উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার চরঠাওয়াল থানা এলাকার ঘটনা। এক ব্যক্তি হাতে পিস্তল নিয়ে আপলোড করেছেন ফেসবুকে। তিনি সোশ্যাল মিডিয়ায় গুন্ডার কাজের রেটের তালিকাও আপলোড করেছেন। (সন্দীপ সায়ন, মুজাফফরনগর)
ছবির পাশাপাশি খুনের টেন্ডারও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন যুবক। তাতে হুমকি, মারধর ও হত্যার একিট তালিকায় রাখা হয়েছে। সেই সঙ্গে তার রেট লিস্ট চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। উদ্বেগে পুলিশও।
হাতে একটি পিস্তল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই লিস্ট পোস্ট করেছে যুবক। এক হাজার টাকায় হুমকি, পাঁচ হাজার টাকায় মারধর, দশ হাজার টাকা সামান্য চোট এবং ৫৫ হাজার টাকায় হত্যা।
উত্তরপ্রদেশের ওই জেলায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুন্ডামির ঘটনা এই প্রথমবার প্রকাশ্যে এল। পুলিশ এই পোস্টের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
পুলিশ ওই যুবকের খোঁজ করায় জানা যায় সে চরথাল থানা এলাকার চৌকদা গ্রামের বাসিন্দা। ছবিতে দেখা এই যুবকটি পিআরডি জওয়ানের ছেলে বলে জানা গেছে, যার তদন্তও চলছে।