মুখে লাগানো মাস্ক, কানে রয়েছে হেডফোন। রেল লাইনের ধারে গাছ ঝুলছে দেহ। বুধবার সকালে বেলুড় স্টেশনের পাশে বারো নম্বর রেলগেটের পাশে এমনই দৃশ্য দেখা গেল। যে দেখে হতবাক হয়ে যান পথচলতি সকলে।
দেহটিকে ঝুলতে দেখে প্রথমে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিশিন্দা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মৃতের পরিচয় এখনো জানা যায়নি।
বেশ কিছুক্ষণ পরে একটি মোবাইল উদ্ধার হয়েছে। মৃতের বয়স আনুমানিক ২৫ এর দিকে বলে অনুমান করা হচ্ছে।
তবে ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে রয়েছে ধন্ধ। কারণ দেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও পা দুটি মাটিতে ঠেকে ছিল। সাধারণত আত্মহত্যার ঘটনায় যা দেখা যায় না।
তবে আত্মহত্যা করলে কানে হেডফোনে কেন লাগানো থাকবে, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মৃতের নাম কিংবা পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া নিশ্চিন্দা থানা এলাকার সাপুইপারায়।