Advertisement

অপরাধ

বাংলার এই বালি আগুনের কাছে গেলেই হয়ে যায় সোনা! বিশ্বাস করে ৫০ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

Aajtak Bangla
Aajtak Bangla
  • 23 Jan 2021,
  • Updated 3:41 PM IST
  • 1/6

পশ্চিমবঙ্গে বিশেষ যাদু বালি। এই বালি আগুনের কাছে নিয়ে আসলে সেটা সোনা হয়ে যাবে। অবাক হবেন না। এমনটাই গল্প শুনেছিল পুণের বাসিন্দা এক গয়না বিক্রেতা। কিন্তু এই বিশ্বাস করেই বিপাকে পড়লেন তিনি।

  • 2/6

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পুণের বাসিন্দা এক ব্যবসায়ী ৫০ লাখ টাকা চুরিরল অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এমন চুরির কথা শুনে তাজ্জব হয়ে গিয়েছে পুলিশও।

  • 3/6

ওই ব্যক্তির দাবি, কয়েক আগে এক ব্যক্তির সঙ্গে দোকানে আলাপ হয় তাঁর। ধীরে ধীরে দুজনের মধ্যে পরিচিত গড়ে ওঠে। এর কয়েকদিন পরেই ওই ব্যক্তি আচমকা বিরাট একটি ব্যাগ নিয়ে হাজির হন তাঁর দোকানে।

  • 4/6

অভিযোগকারীর দাবি অনুযায়ী,  ওই ব্যক্তিকে তাঁকে জানায় এটা যাদু বালি। বাংলা থেকে তিনি নিয়ে এসেছে। এই বালি আগুনের কাছে রাখলে সেটা সোনা হয়ে যায়।

  • 5/6

এরপরেই ওই গয়না দোকানের মালিক তার কাছ থেকে বালি নিতে চান। ৫০ লাখ টাকায় রফা হয়। ৩০ লাখ টাকা নগদ ও বাকি ২০ লাখ টাকার গয়না দেন তিনি।

  • 6/6

কিন্তু বালি আগুনের কাছে নিয়ে যেতেই তিনি বুঝতে পারেন তাকে ঠকানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই দোকানের মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement
Advertisement