Kolkata: ব্রেকআপের বদলা! প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি ভাইরাল করে গ্রেপ্তার দুই বন্ধু-সহ প্রাক্তন প্রেমিক।
প্রাক্তন প্রেমিকার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে দুই বন্ধুসহ প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার থানা (Cyber Crime PS)।
মূল অভিযুক্ত সঞ্জয় রামকে গ্রেপ্তার করে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh)-এর গৌতম বুদ্ধ নগর (Gautam Buddha Nagar)-এ অভিযান চালিয়ে তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার ক্ষোভে বদলা নিতেই এই কাজ করেছিল বলে পুলিশের কাছে জেরায় জানিয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রাম।
ধৃতদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ সূত্রে খবর, গত ২৫ অক্টোবর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার থানায় উত্তর কলকাতার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, ফেসবুকে তাঁর ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওই মহিলার একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করা হচ্ছে।
তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি, ৫০৯, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬-সি, ৬৭ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে সাইবার থানার পুলিশ।
তদন্তে নেমে এই অপরাধের সঙ্গে ওই মহিলার প্রাক্তন প্রেমিকের যোগসূত্র খুঁজে পান তদন্তকারীরা। এরপরই কাশিপুর থানা এলাকার ডালপট্টির বাসিন্দা সঞ্জয় রামকে (২৪) গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে সঞ্জয়।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় সঞ্জয় জানায়, তার সঙ্গে সম্পর্ক 'ব্রেকআপ করে দেওয়ার অপরাধের বদলা' নিতেই এই পথ বেছে নিয়েছিল সে।
জেরায় অভিযুক্ত আরও জানায়, সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দিতে তাকে এই কাজে সাহায্য করেছিল তার পূর্ব পরিচিত দু'জন।
এরপর উত্তরপ্রদেশ (Uttar Pradesh)-এর গৌতম বুদ্ধ নগর (Gautam Buddha Nagar)-এ হানা দিয়ে সনু প্যাটেল (২৬) এবং সনু কুমার প্যাটেল (২৮) নামে সঞ্জয়ের দুই সঙ্গীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।