বড়সড় সাফল্য কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার (Detective Department Kolkata Police)। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
ধৃতদের বেশিরভাগই জামতাড়া, গিরিডি, ধানবাদের বাসিন্দা। তারা কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে কাজ চালাত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।
তাদের কাছ থেকে বেশকিছু জাল এটিএম কার্ড, মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফোন ও ল্যাপটপগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।
একইসঙ্গে তারা ঠিক কী ধরনের কাজকর্ম চালাত সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই চক্রে আরও আরও কার কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়েও খোঁজখবর নিচ্ছে পুলিশ।
প্রসঙ্গত বিগত কয়েকবছর ধরেই ভুয়ো কলের মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় জামতাড়া গ্যাং-এর (Jamtara Gang) নাম উঠে আসছে পুলিশের সামনে। এক্ষেত্রে ধৃতদের সঙ্গে সেই গ্যাং-এর কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।