ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় হুগলির চন্দননগরের (Chandannagar) এক যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। ধৃত যুবকের নাম শুভজিৎ পাত্র।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়িন (Madhya Pradesh Ujjain) জেলার এক চিকিৎসককে দিন কয়েক আগে কেউ বা কারা ফোন করে।
ফোনে কেওয়াইসি-র নথিপত্র নিয়ে আলোচনা হয়। সেইসময় ওই চিকিৎসককে ফোনে একটি অ্যাপ ডাউনলোডের কথা বলে কলাররা।
অভিযোগ, অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই ওই চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউট থেকে উধাও হয়ে যায় ৭ লক্ষ ৪৫ হাজার টাকা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
তদন্তে নেমে চন্দনগরের ওই যুবকের নাম পান মধ্যপ্রদেশে পুলিশের কর্তারা। এমনকী ওই যুবকের অ্যাকাউন্টে ১ লক্ষ ৫০ হাজার টাকা ট্রান্সফার হয়েছে বলেও জানতে পারেন তদন্তকারীরা। এরপরেই গ্রেফতার করা হয় শুভজিৎ পাত্রকে।