Advertisement

অপরাধ

Bird Rescued : মালদায় যোগবাণী এক্সপ্রেস থেকে উদ্ধার মুখঢাকা ২৫০ টিয়া

মিল্টন পাল
  • মালদা,
  • 20 Aug 2021,
  • Updated 3:26 PM IST
Malda Town GRP rescued 250 parrots from Train abk one
  • 1/15

মালদায় ট্রেন থেকে উদ্ধার হল টিয়াপাখি। অন্তত ২৫০টি পাখ উদ্ধার হয়েছে। সেগুলো কলকাতায় নিয়ে আসা হচ্ছিল হলে অনুমান জিআরপি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। পাখিগুলো তুলে দেওয়া হচ্ছে বন দফতরের হাতে।

  • 2/15

সেগুলি যাতে বেশি ডাকাডাকি করতে না পারে, তাই তাদের মুখে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

  • 3/15

এই ঘটনায় উদ্বিগ্ন প্রাণীপ্রেমীরা।

  • 4/15

তাঁরা দোষীদের শাস্তির দাবি তুলেছেন। তবে পাখিগুলি রক্ষা করা গিয়েছে বলে প্রশাসনকে ধন্য়বাদ জানিয়েছেন।

  • 5/15

ফের টিয়া পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবাণী এক্সপ্রেস থেকে।

  • 6/15

কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনের এস-৩ কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করল মালদা টাউন জিআরপি।

  • 7/15

তবে পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

  • 8/15

মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবাণী এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় এস-৩ কামরার শৌচালয়ের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে।

  • 9/15

প্রায় ২৫০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবাণী ট্রেন থেকে ১৭৫টি পাখি উদ্ধার  করেছিল।

  • 10/15

আইসি ভাস্কর প্রধান জানান পাখিগুলি যোগবানি ট্রেনে করে  নিয়ে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

  • 11/15

বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি মালদা বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

  • 12/15

কলকাতার দিকে পাখি পাচার হচ্ছিল বলে অনুমান। এস-৩ থেকে খাঁচা পাওয়া যায়। কাপড় দিয়ে ঢাকা ছিল। সেগুলি সরিয়ে দেখা হয়। আর তখন তাঁদের নজরে আসে সেখানে পাখি রয়েছে। বিভিন্ন আকারের টিয়া রয়েছে। নেপাল থেকে এসেছিল কিনা দেখা হচ্ছে।

  • 13/15

পাচারকারী বা পাচারকারীদের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

  • 14/15

কারণ তারা সেখানে পৌঁছনোর আগে পাচারকারী পালিয়ে গিয়েছে। বন দফতরের কাছে তুলে দেওয়া হবে। 

  • 15/15

এর আগেও পাচারকারী সহ পাখি ধরা হয়েছিল। 

Advertisement
Advertisement