Advertisement

অপরাধ

স্ত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তের মাথা কেটে ৪কিমি দূরে ফেলে দিল স্বামী

Aajtak Bangla
  • 11 Nov 2020,
  • Updated 3:13 PM IST
  • 1/6

উত্তরপ্রদেশে দেওরিয়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। দেওরিয়ার বাসিন্দা এক মহিলা কয়েকদিন আগে শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ। ওই মহিলা এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। এর রাগের জেরে ওই মহিলার স্বামী সঙ্গীদের নিয়ে শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবককে খুন করে মাথা কেটে দেয়। পরে সেই কাটা মাথা প্রায় ৪ কিলোমিটার নিয়ে ফেলে। (দেওরিয়া থেকে রাম প্রতাপ সিংয়ের রিপোর্ট) প্রতীকী ছবি- আজ তক

  • 2/6

তদন্তে নেমে পুলিশ ওই মহিলা-সহ ৪জনকে গ্রেফতার করে। অভিযোগ, নিকোলাসের স্ত্রীকে শ্লীলতাহানি করেছিল অভিযুক্ত যুবক। তারপরেই নিকোলাস সহযোগীদের নিয়ে ওই যুবককে খুন করে। পরে মাথা কেটে ৪ কিলোমিটার দূরে ফেলে দেয়।  প্রতীকী ছবি- আজ তক

  • 3/6

 অভিযোগ, খুনের পরে নিকোলাসের স্ত্রী প্রমাণ মুছতে সাহায্য করেছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত বেলচা, ছুরি, দড়ি উদ্ধার করেছে পুলিশ। এরা সকলেই মুরগির খামারে কাজ করে এবং রাঁচির বাসিন্দা।  প্রতীকী ছবি- আজ তক

  • 4/6

তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত রাজু স্বানসি ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। নিকোলাস বিষয়টি জানতে পারে, দুই সহকর্মীকে নিয়ে রাজুকে হত্যার ছক কষে। প্রথমে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে। কিন্তু তাতে সফল না হওয়ায় বেলচা দিয়ে মাথা কেটে হত্যা করে। প্রতীকী ছবি- আজ তক

  • 5/6

রামপুরের একটি গ্রাম থেকে পুলিশ এক যুবকের মাথাবিহীন দেহ উদ্ধার করে। পরে ৪ কিলোমিটার দূরে উদ্ধার হয় মাথা। তখন শনাক্ত পুলিশের মৃতকে শনাক্ত করে। রাজুও ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।  প্রতীকী ছবি- আজ তক

  • 6/6

এসপি ডক্টর শ্রীপতি মিশ্র বলেন, ২রা নভেম্বর রামপুর এলাকায় শিরশ্ছেদ করা একটি লাশ পাওয়া যায়। তদন্তকারী কুকুরের সাহায্য মাথাটি পরে খুঁজে বার করে পুলিশ। নিকোলাসের স্ত্রীয়ের সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছিল রাজুর বিরুদ্ধে। এর পরেই রাগে রাজুর মাথা কেটে হত্যা করে নিকোলাস ও তার সঙ্গীরা। এরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা। সবাইকে গ্রেফতার করা হয়েছে।  প্রতীকী ছবি- আজ তক

Advertisement
Advertisement