উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন জিততে জয়ের জন্য মিষ্টি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগ উঠল। দুই কুইন্টাল জিলিপি এবং এক হাজারেরও বেশি সিঙ্গারা ভোটারদের মধ্যে বিলির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ।
হাসানগঞ্জের সিও আর কে শুক্ল বলেন যে পিছওয়াড়া জেলার বিজেপি নেতা রাজু মৌর্য করোনা বিধি না মেনেই একাধিক ব্যক্তিদের জড়ো করেছিলেন। এই নিয়ম না মানার জন্য পুলিশ পদক্ষেপ গ্রহণ করে।
উন্নাওয়ের পঞ্চায়েত নির্বাচনে যে কাজ করা হচ্ছে তা নির্বাচনী বিধির বিপক্ষে এমন দাবি করা হয় বিরোধীদের তরফে। হাসানপুর পুলিশের কাছে সেই খবর যায় যে বাড়ি বাড়ি এই মিষ্টি বিতরণের কাজ শুরু হতে চলেছে।
খবর পেয়েই সেখানে পৌঁছয় বিজেপি। ময়দা, চিনি, ঘি, গ্যাস সিলিন্ডার সহ জিলিপি, সিঙ্গারা বাজেয়াপ্ত করে পুলিশ। জরিমানাও করা হয়েছে।
এর আগেও আমরোহা জেলার এক নেতা ১০০ কেজি রসগোল্লা ভোটারদের বিতরণ করার চেষ্টা করেছিলেন।