নিরাপদে নেই খোদ পুলিশের মহিলা কনস্টেবলও। স্নান করার ভিডিও তুলে শুরু হয় ব্ল্যাকমেল। শেষে উপায় না পেয়ে নিজেই পুলিশের দ্বারস্থ ওই মহিলা পুলিশ। (সব ছবি প্রতীকী-গেটিইমেজেস)
ঘটনা মধ্যপ্রদেশে। মহিলা পুলিশের অভিযোগ, তিনি স্নান করছিলেন। সেই সময়ে লুকিয়ে সেই ভিডিও রেকর্ড করা হয়।
ওই মহিলার দাবি, প্রথমে ক্যামেরা তিনি দেখতে পাননি। কিন্তু ওই শৌচাগারেই লুকানো ছিল।
মহিলা জানান, এর কয়েকদিন পরেই পুলিশের এক গাড়ি চালক তাঁর বাড়ি আসেন। ওই ভিডিও দেখিয়ে মোটা টাকা দাবি করেন।
মহিলার অভিযোগ, তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
এরপরেই ওই মহিলা নিজেই পুলিশের দ্বারস্থ হন। সেখান থেকে মামলা যায় অপরাধ দমন শাখায়।
অফিসাররা জানতে পারেন, ওই ব্যক্তি আদতে অপরাধ দমন শাখারই পুলিশের গাড়ি চালক।
ঘটনা সামনে আসতেই গা ঢাকা দেয় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ জানতে পারে, বাথরুমের দরজার নিচে ক্যামেরাটি লাগানো ছিল। সেখান থেকে রেকর্ড করা হয়।
এর আগেও ওই গাড়ি চালক এমন কাজ করেছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।