Advertisement

অপরাধ

"কল মি অ্যান্ড বুকিং 'সেক্সি' গার্লস", গৌড়বঙ্গে অনলাইন ফর্ম ভরতে গিয়ে বিড়ম্বনায় ছাত্রীরা

মিল্টন পাল
  • মালদা,
  • 11 Sep 2021,
  • Updated 12:56 PM IST
  • 1/9

ছাত্রীরা অনলাইনে ফর্ম ফিল-আপ করতে গেলেই ঘটছে বিপত্তি। যাই লিখুন না কেন, তাতে সেক্সি গার্ল সহ বিভিন্ন শব্দ নিজে থেকেই লেখা হয়ে যাচ্ছে। ফলে রতভম্ব ছাত্রীরা। বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়েছে। 

 

  • 2/9

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে শুক্রবার দুপুরে সাইবার হানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায় থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় অন্তত ১০জন ছাত্রী।

 

  • 3/9

তাঁরা ফর্ম ফিল আপ করার আগেই সাইবার অপরাধীরা হ্যাক করে নেয় তাঁদের তথ্য বলে অভিযোগ। পরে অশ্লীল মন্তব্য সহ ফর্ম জমা দিয়ে দেয়।বিষয়টি নজরে আসতেই শনিবার সকাল থেকে তৎপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ। 
           

  • 4/9

এক ছাত্রী জানান, থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় ফর্ম ফিল আপ কাজ চলছে। যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, সেই কারণে অনলাইনে ফর্ম ফিল-আপ করতে হচ্ছে।

  • 5/9

এই পরিস্থিতি আমরা জানতে পারি, তাঁদের ফর্মের মধ্যে কেউ তাঁদের রেজিস্ট্রেশন নম্বর জেনে গিয়ে অথবা সাইট হ্যাক করে অশ্লীল ভাষা লিখেছে।

  • 6/9

তবে যে বিশ্ববিদ্যালয়ের পোর্টাল রয়েছে সে পোর্টাল অত্যান্ত সিক্রেট, সেখানে ঢুকে যদি এই ধরণের ঘটনা ঘটানো যায় তাহলে ভর্তি প্রক্রিয়াও প্রভাবিত করা যাবে।

  • 7/9

সমস্তটা আমরা কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে।

  • 8/9

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা আরও জানা গিয়েছে আইপি অ্যাড্রেস খোঁজ শুরু হয়েছে। আইপি পেলেই পুলিশ অভিযোগ জানানো হবে। 
 

  • 9/9

বিশ্ববিদ্যালয়ের  পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকার জানান, কয়েকজন মেয়েদের ফর্মে এই ধরনের হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কলেজকে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি  আমরাও বিষয়টি নিয়ে খোঁজ শুরু হয়েছে।   গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শান্তি ছেত্রী জানান,সমস্ত বিষয় কন্ট্রোলারকে বলা হয়েছে। এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
Advertisement