আজকাল খাবার অর্ডার দেওয়ার অন্যতম মাধ্যমে অনলাইন। লকডাউন পরিস্থিতির পর থেকে সেই চাহিদা আরও বেড়েছে। যা এখনও রয়েছে। এক মহিলা জ্যোমাটোতে খাবার অর্ডার দেওয়ার পরে, তার সঙ্গে যা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। (সব ছবি-আজ তক)
খাবার দিতে দেরি হওয়ায়, এক মহিলা ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে অস্বীকার করেন। অভিযোগ, এর পরেই ওই ডেলিভারি বয় মহিলার মুখে ঘুসি মারেন।
ওই মহিলা পরে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। যা পরে পুরোপুরি ভাইরাল হয়ে যায়। ওই মহিলা কাস্টমার কেয়ারেও ফোন করে খাবার বাতিল করার বলেছিলেন। কিন্তু তার পরেই ডেলিভারি বয় তার কাছে খাবার নিয়ে আসেন।
ওই মহিলার দাবি, ডেলিভারি বয় আসতেই তিনি খাবার নিতে অস্বীকার করেন। এর পরেই ওই ডেলিভারি বয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় তার। সেই সময়ে অভিযোগ ওই ডেলিভারি বয় তাকে ঘুসি মারেন।
মহিলা ইতিমধ্যে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। বেঙ্গালুরু পুলিশ ঘটনার পক্ষ থেকে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন।
ঘটনার পরে জ্যোমাটোর পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়। তারা জানিয়েছে, পুলিশ যথাযথ সাহায্য করবে তারা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না হয়, তাতে খেয়াল রাখা হবে। ওই ডেলিভারি বয়ের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ফুট ডেলিভারি এই সংস্থা।