Advertisement

দেশ

বিদ্যুতের খুঁটিতে বড় ধাক্কা! অল্পের জন্য দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান

Aajtak Bangla
  • 20 Feb 2021,
  • Updated 9:37 PM IST
  • 1/6

বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট। দোহা থেকে ভারতে আসার সময় বিজয়ওয়াড়ার আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুতের খুঁটিতে জোর ধাক্কা মারে ৬৪ জনের যাত্রীবাহী বিমানটি।

  • 2/6

অবতরণের সময় রানওয়ের পাশের চিহ্নিত হলুদ লাইন পেরিয়ে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে বিমানটি। এয়ার ইন্ডিয়ার উড়ানের ডানাটি সজোরে ধাক্কা খায়।
 

  • 3/6

ফলে গতির মুখে একদিকে হেলে পড়ে বিমানটি। যদিও বিমানযাত্রী-সহ কর্মীরা কোনওক্রমে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
 

  • 4/6

এয়ারপোর্টের ডায়রেক্টর মধুসূদন রাও সংবাদসংস্থা এএনআইকে জানায় যে, ফ্লাইটের মোট ৬৪ যাত্রী আর ক্রু মেম্বার সুরক্ষিত আছে।     
 

  • 5/6


তবে এই দুর্ঘটনার পর তাঁদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
 

  • 6/6

অন্ধ্রপ্রদেশের গান্নাভরমে বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনায় এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে কিছু জানান হয়নি

Advertisement
Advertisement