২৪ ঘণ্টা আগেই সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে সেই ছবি।
মূল দার্জিলিং শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী।
দার্জিলিঙের সান্দাকফুতে বিকেল থেকেই শুরু হয়েছে তুষারপাত। তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে।
সান্দাকফু-ফালুট-সহ বিস্তীর্ণ অঞ্চল ঢেকে যায় সাদা বরফের চাদরে। পর্যটকরা সহ স্থানীয়দের মজা উপভোগ করতে দেখা যায় সেখানে।
এদিন সিকিমের সোমোগোতেও ফের তুষারপাত হয়েছে। যা এলাকায় পর্যটকদের উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা গিয়েছে।
এই নিয়ে সিকিমে বেশ কয়েকবার তুষারপাত হল মরশুমে। যা এলাকার পর্যটন বৃদ্ধিতে ব্যাপক সহায়ক হবে বলে আশাবাদী সার্কিট।
এর আগে ছাঙ্গু লেক ও সোমোগোতে গত সপ্তাহে তুষারপাত হয়েছিল। এদিনও নতুন করে তুষারে ঢাকে এলাকা।
পূর্বাভাস ছিল বটে, তবে তা মিলে যাওয়ায় খুশি গাড়িচালক থেকে স্থানীয়রাও। কারণ বরফের টানে আসছে পর্যটকরা।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ফলে তুষারপাত আরও হতে পারে বলে মনে করা হচ্ছে।
তা ছাড়া ঠান্ডা ভালই পড়লেও এখনও সরকারিভাবে শীত ঢোকেনি। ফলে শীত ঢুকলে এই পরিমাণ ও সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।