Advertisement

দেশ

Cyclone Mocha Tracker : কোথায় আছে মোকা? এভাবে নিজের ফোনেই ট্র্যাক করুন ঘূর্ণিঝড়ের অবস্থান

Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 May 2023,
  • Updated 12:05 PM IST
  • 1/7

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। ৯ তারিখ সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

  • 2/7

এরপর সেটি উত্তর দিকে এগিয়ে পৌঁছতে পারে উত্তর আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপাগরে। সেখানেই গভীর নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে (Cyclone Mocha 2023) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • 3/7

এর জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। 

আরও পড়ুন - গুরুর চলনে সৃষ্ট হংস রাজ যোগ, ৩ রাশি থাকবে দুধেভাতে

  • 4/7

তবে বাংলা ও ওড়িশায় এর কতোটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। মৌসম ভবনের আশঙ্কা উত্তর ও উত্তর-পূর্ব দিয়ে এগোতে পারে ঘূর্ণিঝড় মোকা। যেতে পারে বাংলাদেশ ও মায়ানমারের দিকেও। 

  • 5/7

এক্ষেত্রে ঘূর্ণিঝড়ের অবস্থান ও তার গতিপথ ট্র্যাক (Cyclone Mocha Tracker) করা যেতে পারে স্মার্টফোন-কম্পিউটার থেকেও। 

  • 6/7

Rainviewer.comZoom.Earth নামক দু'টি সাইট থেকে দেখা যাবে ঘূর্ণিঝড়ের অবস্থান। 

  • 7/7

এদিকে এই পরিস্থিতিতে আগেভাগেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করেছে লালবাজার। প্রয়োজনে ৯৪৩২৬১০৪৫০ নম্বরে ফোন হোয়াটসঅ্যাপ করে চাওয়া যাবে সাহায্য। এছাড়া ২২১৪ ১৮৯০, ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪ এবং ২২৫০ ৫১৪৬ নম্বরে ফোন করেও সাহায্য চাওয়া যাবে। 

Advertisement
Advertisement