Karamandal Express Accident Odisa Balasore: ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস এবং মালগাড়ির ধাক্কায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর মিলতেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা দেশের নজর এখন সেদিকে। এরই মধ্যে দুর্ঘটনা নিয়ে বড় খবর সামনে এসেছে।
ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। ৫০ জনের বেশি লোকের মৃত্যু হয়ে গিয়েছে। ৩৫০ জনের বেশি জখম। আরও বহু লোক এখনোও আটকে রয়েছেন ট্রেনে ও ট্রেনের তলায়। তাঁদের উদ্ধার কাজ চলছে।
এই রেল দুর্ঘটনা শুক্রবার সন্ধ্যার ঘটেছে বহনাগা স্টেশনের কাছে. করমন্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি নিজেদের মধ্যে ধাক্কা মারে বলে জানা যায়। তাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যদিও ওই দুর্ঘটনা নিয়ে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন।
প্রদীপ জেনা জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় মোট তিনটি ট্রেন সামিল রয়েছে। তিনি জানান যে, করমন্ডল এক্সপ্রেসের ৭টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়বে।
রাজ্যের প্রমুখ সচিব এই দুর্ঘটনা নিয়ে জানিয়েছেন যে, প্রথমে দুরন্ত এক্সপ্রেস এবং মালগাড়ি নিজেদের মধ্যে ধাক্কা মারে। তারপরে করমন্ডল এক্সপ্রেস পিছন থেকে এসে ওই দুর্ঘটনাগ্রস্থ ট্রেনদুটিকে ধাক্কা মারে। তাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
বালাসোর মেডিকেল কলেজে ১০ জন যাত্রীকে ভর্তি করানো হয়েছে। তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় ১৩২ জনের বেশি সোরা সিএইচসি, গোপালপুর সিএইচসি এবং খান্টাপাড়া পিএইচসিতে ভর্তি করা হয়েছে। আপাতত এই রুটে সমস্ত ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এনডিআরএফের ৩২ জনের একটি দলকে রেসকিউয়ের জন্য পাঠানো হচ্ছে।
সেখানে ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা জানিয়েছেন যে, প্রায় পঞ্চাশটি অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়েছে জখম যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য।কিন্তু জখমের সংখ্যা এত বেশি যে, অসুবিধা হচ্ছে। এ কারণে জখমদের হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য বড় সংখ্যায় বাসে জোগাড় করা হচ্ছে।
রিলিফ কাজের সঙ্গে যুক্তদের তরফে জানানো হয়েছে যে, দুর্ঘটনার জায়গায় খোঁজ এবং রেসকিউ অভিযান চলছে। তার জন্য একাধিক দল নিযুক্ত করা হয়েছে। সেখানে বালাসোরের জেলাশাসককেও জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। রাজ্যস্তরে কোনওরকম অতিরিক্ত সাহায্যের জন্য এসআরসিকেও খবর দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে এবং গুরুতর জখমদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে সামান্য জখমদেরও পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনায় এ রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ প্রতিনিধিদল পাঠাচ্ছেন ঘটনাস্থলে।