Advertisement

দেশ

Wayanad Landslide: ভূমিধসে সব শেষ, শুধু স্বজন হারানোর কান্না; ওয়েনাডে ধ্বংসলীলার ভয়াবহ PHOTOS

Aajtak Bangla
  • ওয়েনাড়,
  • 31 Jul 2024,
  • Updated 6:39 PM IST
  • 1/10

পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা ছিল। সেই জায়গাই প্রকৃতির রোষে এখন যেন মৃত্যুপুরী। কেরলের ওয়েনাড়ে ভূমিধসের পর মুন্ডক্কাই গ্রাম এবং চুরামালা গ্রামের সংযোগস্থল একটি ভূতের শহরে পরিণত হয়েছে।
 

  • 2/10

ঘরবাড়ি ভেঙে পড়েছে। রাস্তার দেখা নেই। যেদিকে চোখ যায়, শুধুই কাদা আর ধ্বংসের চিহ্ন। 
 

  • 3/10

প্রকৃতির সৌন্দর্য, জলপ্রপাতের জন্য চূড়ামালা বিখ্যাত। রয়েছে   সুচিপাড়া জলপ্রপাত, ভেলোলিপাড়া জলপ্রপাত, সীতা লেক ইত্যাদি। কিন্তু সব এখন কবরস্থানে পরিণত হয়েছে।

  • 4/10

মুন্ডক্কাই এবং চুরামালা গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। অনেক এলাকায় কাদা, পাথরে চাপা পড়ে রয়েছে বাড়ি-গাড়ি। 
 

  • 5/10

চারদিকে আর্তনাদ। স্বজনহারানোর কান্না। চলছে উদ্ধারকাজ। পড়ে রয়েছে আপনজনের শেষ চিহ্ন। 
 

  • 6/10

মুন্ডাক্কাইয়ের এক প্রবীণ বাসিন্দার কথায়, 'আমরা সব কিছু হারিয়েছি। আমাদের এখানে আর কিছুই অবশিষ্ট নেই। আমার পুরো পরিবার নিখোঁজ। খুঁজে বেড়াচ্ছি।'
 

  • 7/10

এখনও অনেকে কাদামাটিতে চাপা পড়ে রয়েছেন। প্রাণের খোঁজে মরিয়া হয়ে কাজ করছে উদ্ধারকারী দল। 
 

  • 8/10

ধসের আগে মুন্ডক্কাই গ্রামে প্রায় ৪৫০-৫০০ বাড়ি ছিল। কিন্তু এখন সেই সংখ্যাটা ৩৪-৪৯। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 

  • 9/10

ভূমিধসে এখনও পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮৬ জন। ধ্বংসস্তূপে আটকে এখনও শতাধিক মানুষ। 
 

  • 10/10

কেরলে দুর্যোগ কাটেনি। এখনও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুর্যোগের কারণে ওয়েনাড় সফর স্থগিত করেছেন রাহুল গান্ধী।

Advertisement
Advertisement