Advertisement

দেশ

'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সম্মানে ৭৫ রাফাল জাগুয়ার প্রদর্শন, দেখুন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Aug 2021,
  • Updated 1:05 PM IST
  • 1/6

গত ১৫ অগাস্ট দেশের ৭৫ তম স্বাধীনতা স্বাধীনতা দিবসকে 'আজাদি কা অমৃত মহোৎসব' বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বিশেষ উৎসবকে স্মরণীয় করে রাখতে ৭৫টি রাফাল জাগুয়ার প্রদর্শন করল ভারতীয় বায়ুসেনা।

  • 2/6

মঙ্গলবার ৭৫টি রাফাল জাগুয়ারের প্রদর্শন করে  'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সম্মান করে বায়ুসেনা। বিমানগুলির 'Elephant Walk' করানো হয়। 

  • 3/6

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্য়ে ৭৫টি বিমানের প্রদর্শন করা হয়েছে। 

  • 4/6

ভারতীয় বিমানবাহিনীর তরফে টুইটবার্তায় সেই ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে সারি সারি দাঁড়িয়ে রয়েছে বিমানগুলি। 

  • 5/6

প্রসঙ্গত, এবারের স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনার হেলিকপ্টার। এমআই ১৭ হেলিকপ্টার থেকে এই পুস্পবৃষ্টি করা হয়। 
 

  • 6/6

আবার স্বাধীনতার ৭৫ বছর প্রতীকী 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাজস্থানের জয়সলমেরের চন্দন রেঞ্জে তিন বাহিনীর একত্রে স্কাইডাইভিংয়ের আয়োজনও করে বায়ুসেনা।

Advertisement
Advertisement