Advertisement

দেশ

Indian Navy Guided Missile : ভারতীয় নৌসেনার খতরনাক অস্ত্র, 'অদৃশ্য' হামলাও রুখে দেবে, VIDEO

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 May 2022,
  • Updated 3:29 PM IST
  • 1/7

ভারতীয় নৌবাহিনী (Indian Navy) সারফেস টু এয়ার মিসাইল দিয়ে কম উচ্চতার একটি লক্ষ্যবস্তুকে নিশানা করেছে। নিজেদের শক্তিশালী গাইডেড ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌসেনা। অর্থাৎ ভারতে আর কম উচ্চতার ক্ষেপনাস্তর দিয়ে ফাঁকি দিতে পারবে না শত্রুপক্ষ। সেগুলি খুব সহজেই ধ্বংস করবে ভারত। (সমস্ত ছবি সূত্র - Indian Navy)

  • 2/7

তবে কোন যুদ্ধজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে তা ভারতীয় নৌবাহিনী জানায়নি। ক্ষেপণাস্ত্রের আকার দেখে মনে হচ্ছে এটি বারাক-১ সারফেস-টু-এয়ার-মিসাইল (SAM) বা VL-SRSAM (VL-SRSAM) ক্ষেপণাস্ত্র। বারাক-১ ক্ষেপণাস্ত্রটি যৌথভাবে তৈরি করেছে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম। এই মিসাইলটির ওজন ৯৮ কেজি।

  • 3/7

বারাক-১ সারফেস টু এয়ার মিসাইল ৬.৯ ফুট লম্বা। এর ব্যাস ৬.৭ ইঞ্চি। এর বিশেষত্ব হল এটির ওপরে ২২ কেজি ওয়ারহেড রাখা যায়। সাধারণত, এটিতে একটি বিস্ফোরণ ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড ইনস্টল করা হয়।  
 

  • 4/7

বরাক-১ এর দুই পাশে ডানা রয়েছে। প্রথম ডানাটি মিসাইলের মাঝখানে এবং দ্বিতীয় ছোট ডানাটি নিচের দিকে থাকে। এটি সর্বোচ্চ ৫.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেতে পারে। এই মারাত্মক ক্ষেপণাস্ত্রের আক্রমণের রেঞ্জ ৫০০ মিটার থেকে ১২ কিলোমিটার পর্যন্ত। এটি Mach ২.১ গতিতে শত্রুর উপর আক্রমণ করে। অর্থাৎ ঘণ্টায় ২৫৯৩.০৮ কিলোমিটার গতি। যে কোনও যুদ্ধজাহাজ থেকে এটি নিক্ষেপ করা যায়।
 

  • 5/7

এমনও সম্ভাবনা রয়েছে যে ভারতীয় নৌসেনা দেশীয় VL-SRSAM ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এটির সম্পূর্ণ নাম ভার্টিক্যাল লঞ্চ-শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। এখনও পর্যন্ত এটির কোনও নাম দেওয়া হয়নি। এই ক্ষেপণাস্ত্রের ওজন ১৫৪ কেজি। এটি ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL) যৌথভাবে তৈরি করেছে।
 

  • 6/7

VL-SRSAM মিসাইল প্রায় ১২.৬ ফুট লম্বা। এর ব্যাস ৭.০ ইঞ্চি।  এটি শত্রু জাহাজ বা কম উচ্চতায় উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রকে গুলি করতে পারে। এর পরিসীমা ২৫ থেকে ৩০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ১২ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেতে পারে। এর গতি বরাক-১ এর দ্বিগুণেরও বেশি। এটি মাক ৪.৫ অর্থাৎ ৫৫৫৬.৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়তে পারে। 

 

  • 7/7

VL-SRSAM ক্ষেপণাস্ত্র যেকোনও যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা যায়। তবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে কি না তা নিশ্চিত করেনি ভারতীয় নৌবাহিনী। এবছরই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুনরোজ মদ খেয়েও ১১৩ বছর বেঁচে ইনি, গিনেস বুকে নাম, সিক্রেট কী?

 

 


 

Advertisement
Advertisement