Advertisement

দেশ

ITBP Jawans Celebrate Independence Day In Pangong: জয় জওয়ান! লাদাখ সীমান্তে তেরঙা ওড়ালেন ITBP জওয়ানরা, গর্বের মুহূর্ত

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Aug 2022,
  • Updated 11:01 AM IST
  • 1/10

চিন সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে প্যাংগং লেকের ধারে উড়ল গর্বের তেরঙা। সৌজন্যে ইন্দো-টিবেটিয়ান বর্ডার ফোর্সের জওয়ানরা। সমবেতভাবে তাঁদের পতাকা ওড়ানোর দৃশ্য গোটা দেশের মন জয় করে নিয়েছে।

 

  • 2/10

সারা বছর তাঁরা কঠোর নজরদারিতে রাখেন সীমান্তকে। বুকে আগলে রাখার মতো করে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেন। শত্রুপক্ষের মোকাবিলা করেন।

  • 3/10

দেশের, দেশের জাতীয় পতাকার মান বুক দিয়ে আগলে রেখেছেন তাঁরা। বিশেষ এই দিনটিতে লাদাখের প্যাংগং লেকের তীরে ওড়ালেন জাতীয় পতাকা।

  • 4/10

তেরঙ্গা উত্তোলন করে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একে অপরকে শুভেচ্ছে বিনিময় করলেন ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের জওয়ানরা।

  • 5/10

তাঁরা ভারতীয় পতাকা নিয়ে হ্রদের তীর অতিক্রম করেন। জাতীয় সংগীত গেয়ে উদযাপন করেন। এদিন উত্তরাখণ্ড সীমান্ত, লাদাখের বর্ডার আউট পোস্টে, দেশের বিভিন্ন উচ্চতম স্থানে স্বাধীনতা দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়।

  • 6/10

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের একাধিক সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিতরণ করা হয়। পশ্চিমবাংলার সীমান্তগুলিতেও শুভেচ্ছা বিনিময় চলে। 

 

  • 7/10

পাশাপাশি একে অপরকে অভিবাদন জানান জওয়ানরা। সীমান্তের অন্য আউটপোস্টেও বিএসএফ ও বিজিবি-র জওয়ানদের মধ্যে এই আদান-প্রদান চলে।

  • 8/10

শুভেচ্ছা বিনিময়ের পর বিএসএসফের তরফে বলা হয়েছে, এটি সৌহার্দ্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তা ছাড়া দুই বাহিনীর মধ্যে উৎসব উপলক্ষে মিষ্টি আদান-প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

  • 9/10

আইটিবিপি জওয়ানদের তরফে স্বাধীনতা দিবসের উৎসব পালন করার ভিডিও গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়তেই তাঁদের শুভেচ্ছা জানানোর বন্যা বয়ে যায়।

  • 10/10

তাঁদের অবদানকে কুর্ণিশ জানান গোটা দেশের জনতা। সোস্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানান দেশবাসীও।

Advertisement
Advertisement